তিনটি অনুকবিতা

নাজমুল হুদা ২২ নভেম্বর ২০১৯, শুক্রবার, ১১:৪৬:০৩অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

(০১)

ভারসাম্যতা
..

ভিতরে ভিতরে
আমি যে কতটা অপরিপক্ক প্রেমিকা
ভালোবাসা রপ্তানি বন্ধ করলেই তুমি
বুঝি এক অরক্ষিত সীমান্তে
কেমন থাকে তোমার আমার ঘাঁটি?

(০২)

অভিযোগ
..

কষ্ট দিয়ে তোমায় আর বলি না;
ভাবতে ভাবতে আমি কষ্ট বলা শিখে যাই
নাকি ভালোবাসার সুদে ভালোবাসাও নাই।

(০৩)

নির্বাচন
..

সময়ের ড্রয়ারে ঐতিহাসিক কথা
নিঃসঙ্গ পরোপকার- তা আমি মানি না
অধিকারহীন চোখে দেখা ব্যথা
এপাশ ওপাশ করেও নাড়াতে পারি না।

নেত্রকোনা, ময়মনসিংহ

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ