তিনটি অনুকবিতা

নাজমুল হুদা ১ জানুয়ারি ২০২০, বুধবার, ১২:৩৩:৪০অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

(০১)

বলবো না বলবো না;
পারও না তুমি বলতে
শুনতে শুনতে আমরাই
আক্রান্ত- জীবনব্যাধি বলাতঙ্কে।

প্রেম // নাজমুল হুদা

(০২)

মানুষের যখন অগ্রাধিকার চর্চার অসুখ;
তুমি আমি মুখোমুখি সংকটের আয়নায়
দেখবো- রোমান্টিকতার ঘাটতি আছে খুব।

বিবাহ // নাজমুল হুদা

(০৩)

রূপক অর্থে প্রতিবাদ জমা আছে;
প্রিয় দেশবাসী- তোমরা সুখি হও।

অসুখী দেশ // নাজমুল হুদা

নেত্রকোণা, ময়মনসিংহ

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ