তার চেয়ে ঢের ভালো!

বোরহানুল ইসলাম লিটন ২২ জানুয়ারি ২০২২, শনিবার, ০৭:৪৬:৩৯পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

হে বিধি আমার তরে মৃত্যুর রেখো ফরমান,
কখনো ভাবার আগে ’এ ধরণী স্বর্গ সমান!’
চাই না মোহের তালে
হোক না ক্ষণিক এ ভালে
বেহায়া স্বপ্ন দিয়ে দুরাশায় গড়তে দালান,
তার চেয়ে ঢের ভালো যায় যাক নিভে এ পরাণ!

আমি তো তোমার দাস যদি করি মিছে অভিমান,
না হয় অধম জেনে ভেঙে দিও অবলা সোপান!
লঙ্ঘন করে সীমা
খুললে লোলুপ বীমা
দিও না উঠতে তবু ক্ষণকাল উচ্চে জবান,
তার চেয়ে ঢের ভালো যায় যাক নিভে এ পরাণ!

হে আমার অন্তর্যামী!
তুমি বিনে আছে কি যে স্বামী?
বুঝেও হৃদয় যদি সদা গড়ে ভীরু আনচান,
তার চেয়ে ঢের ভালো যায় যাক নিভে এ পরাণ!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ