“তার কবিতা পছন্দ না!”

আতকিয়া ফাইরুজ রিসা ৩ জুলাই ২০২০, শুক্রবার, ১০:৫৭:৩৫অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

তার কবিতা পছন্দ না,
কিন্তু সে গোলাপ পছন্দ করে।
রজনীগন্ধার মালা তার ভালো লাগে।
তার গোলাপ পঁচে যায়,
রজনীগন্ধার মালা শুকিয়ে মরে যায়।
কিন্তু অপছন্দের কবিতার তাজাপাতা তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে।
সে কবিতার বুকে পা মাড়ায়।
অনুভূতি খুন করে।
কথা কম বলে।
মস্তিষ্কে কেবল অদ্ভুত শব্দ বুনে।
সে ভালোবাসে
আলতো করে ছুঁয়ে যায়।
কিন্তু বেঁধে রাখেনা শক্ত করে,
উড়িয়ে দেয় সব!
যেমন ইচ্ছা তেমন করে।
সে ক্লান্ত, সে অস্থির।
কেবল একটু মায়া পেতে চায়
অথচ মায়ারা পালিয়ে বেড়ায়।
সে যা চায়, তা পায়না
সে স্বপ্নের খোঁজে ঘুমায়।
ঘুমের দেশে স্বপ্নরাই হারায়।
সে অপেক্ষা করতে চায়না
তবু সবচেয়ে বেশি অপেক্ষা সেই করে।
সে কষ্ট পেতে চায়না
অথচ সব কষ্ট তার একার!
সে গোলাপ পছন্দ করে
অথচ তার সমস্ত ঘরে অপছন্দের কবিতারা ঘুরে!

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

  • আতকিয়া ফাইরুজ রিসা-এর "দোপাটি" পোস্টে
  • আতকিয়া ফাইরুজ রিসা-এর "দোপাটি" পোস্টে
  • আতকিয়া ফাইরুজ রিসা-এর "দোপাটি" পোস্টে
  • আতকিয়া ফাইরুজ রিসা-এর "দোপাটি" পোস্টে
  • আতকিয়া ফাইরুজ রিসা-এর "দোপাটি" পোস্টে

ফেইসবুকে সোনেলা ব্লগ