-- হ্যালো স্যার।
- কে?
- আমি বিপাশা।
- হ্যা বিপাশা বলো। শুনছি।
- স্যার আপনি কি বাইরে?
- হুম।
- স্যার আমার ফোনে পঞ্চাশটা টাকা পাঠিয়ে দ্যান।
- বিপাশা আমার কাছে তো এতো টাকা নেই।
- স্যার আপনি কি একজন ফকির?
- বুঝলে বিপাশা ফকির কোন খারাপ শব্দ নয়। এটা একটা পদবী, মরমী সাধকরা গ্রহণ করতেন ‘ফকির’ পদবী। এটি আরবি শব্দ, যার মূল অর্থ নি:স্ব। আবার আরবি ফকর শব্দের অর্থ দারিদ্র। আবার সুফি বা বাউল তত্বের ধারকরাও ফকির।
- স্যার স্যার থামেন প্লিজ। আপনার কাছে কতো টাকা আছে?
- বিশ টাকা।
- আমার নাম্বারে পাঠিয়ে দ্যান প্লিজ, আমি আপনাকে পরে দিয়ে দেব।
বিপাশা দ্রুত ফোনের লাইন কেটে দিল, দরজায় টোকা পড়ে গেছে। নিশ্চিত মা এতো সময় কান পেতেছিলো। মা’কে নানা রকম কথা দিয়ে বুঝিয়ে বিপাশা বিছানায় এসে বসলো। মাসুম স্যারের কাছে বেশিরভাগ সময়ই টাকা থাকে না, বিপাশা সেটা জানে।
যদি থাকে তাহলে তিনি সেই টাকা দিয়ে শুধু সিগারেট খান। খেয়ে খেয়ে উদাস মনে কি কি যেন ভাবেন। এসময় তাকে কিছু জিজ্ঞেস করলে তিনি ভারি ভারি কথা বলেন। স্যারকে ফকির বলার পর তিনি ভারি ভারি কথা বলা শুরু করেছিলেন। তার মানে তার হাতে তখন সিগারেট ছিলো। মাসুম স্যার রাগ করতে জানেন না।
বিপাশার ফোনে টাকার কোন দরকার নেই, তবুও সে মাসুম স্যারের পকেট খালি করতে টাকাটা মোবাইলে পাঠিয়ে দিতে বলেছে যেন স্যার আর সিগারেট কিনতে না পারে।
মোবাইলে টাকা এসে পড়েছে, বিপাশা মনে মনে মাসুম স্যারকে কল্পনা করলো। বেচারা নিশ্চিত এখন নি:স্ব হয়ে নির্লিপ্ত মুখে ঘরে ফিরছে। বিপাশা কল্পনায় দেখলো স্যার কেমন করুন করুন চেহারা নিয়ে রাস্তা পার হচ্ছে। আজকে আর সিগারেট কিনতে পারবে না বলে বোদহয় স্যারের মন খারাপ হয়ে গেছে। বিপাশার এখন খুব কান্না পাচ্ছে। সে স্যারের মন খারপ করে দিতে চায় নি //
১১টি মন্তব্য
নীহারিকা
গল্প পড়ে আমারো স্যারের জন্য মন খারাপ হয়ে গেল 🙁
প্রিন্স মাহমুদ
হাহাহাহাহাহ ভালোই তো
খসড়া
বেচারা স্যারের প্রতি ছাত্রীর এত কৌতুহল কি প্রশ্নবিদ্ধ নয়। সব সমস্যার সমাধান হয় যদি ছাত্রীকোন শ্রেনীর ও স্যার কোন পর্যায়ের তা বুঝা যেত। ছাত্রী কিভাবে শিক্ষককে ফোন করে তার ফোনে টাকা দিতে বলে আমার ক্ষুদ্র মস্তিস্কে ঢুকছে না।
ছাইরাছ হেলাল
অভিনন্দন আপনাকে এখানে লেখার জন্য ।
এমন স্যার এখন আর অনেক খুঁজলেও পাওয়া যাবে না ।
জিসান শা ইকরাম
সোনেলায় ওয়েলকাম 🙂
অদ্ভুত সুন্দর ভালোবাসা । তবে স্যার কিন্তু বাকীতেও সিগারেট কিনতে পারে l
জি.মাওলা
সিগারেট খারাপএকটা অভ্যাস ……………………।। ছেড়ে দেওয়া উচিত
প্রিন্স মাহমুদ
তাই এটি বেশী বেশী খাওয়া টানা উচিত , তাইনা মাওলা বাঈ ? 😀
শীলা শিপা
স্যারের জন্য খারাপ লাগছে… এমন একটা স্যার থাকত!!
আফ্রি আয়েশা
মোবাইল ফাঁকা , এমুন একজন স্যার দরকার … গল্প ভালো লেগেছে। আমি আজীবন মনে হয় তোমার লেখার ভক্ত হয়েই থাকবো । শুভকামনা জানিও 🙂
আদিব আদ্নান
এমন করে কেউ টেকাটুকা দিলে মন্দ হয় না ।
প্রিন্স মাহমুদ
ভাই তো সেলেব্রেতি হই গেলেন ।