সারাটি জীবন তার আমার জীবনে
যে এক নতুন খেলা খেলে আনমনে
সারাটি জীবন তার
সারাটি ভুবন তার
সারাটি সময় তার আমার ভুবনে
মিলেমিশে একাকার বরষা-প্লাবনে...
প্রথম বরষা খরা-মাটির উপরে
শুষ্ক-সকাল শেষে কঠিন দুপুরে
এমন উষ্ণ ক্ষণ
তৃষ্ণায় উচাটন
হঠাত মেঘের মায়া এমন আদরে
জল-মাটি একাকার বাসর সাদরে...
-
রাত ৮ টা
২৫ ফেব্রুয়ারী ২০১৬
উত্সর্গ : আমার বর্তমান অতি রূপবান প্রেমিক :p
(যে আমারে এক বিন্দিও পাত্তা দেয় না, আগের প্রেমিকদের মতোই ;( )
-
-
-
Thumbnails managed by ThumbPress
১৫টি মন্তব্য
সালমা আক্তার মনি
খুব সুন্দর আপু, পুরোটা সময়ই তাকে দিয়ে দিলেন!
মৌনতা রিতু
পুরোটাই তাকে উৎসর্গ!নাহ!
খসড়া
চা টা কি আমাকে উৎসর্গ করা হল।
জিসান শা ইকরাম
কবিতায় তুমি কত যে ভাল তা আর বলতে ইচ্ছে করেনা। কতবার বলেছি হিসেব নেই।
খসড়ার মন্তব্য আমারও প্রশ্ন 🙂
অনেক দিন পরে দেখলাম তোমাকে।
আবু খায়ের আনিছ
সবই ত আপনার মাঝেই, তাহলে তার মাঝে কি?
কবিতা ভালো লেগেছে।
নাসির সারওয়ার
সবতো দিতে নাই। যদি পালায়, থাকবেন কি করে!!
এইচ এম রিপন
এতো উৎসর্গ 🙁
অনিকেত নন্দিনী
যে কিনা এক বিন্দিও পাত্তা দেয় না, তারে এত কিছু দেয়ার দরকারটা কী? 😮
জেসমিন চা আর ক্যামোমাইল চা খাইছি, জবা চা গেবনেও খাই নাই। ;(
অরুনি মায়া
যে পাত্তাই দেয়না তারজন্য ভালবাসা কেন ? সৌখিন প্রেমিকরা বেশিদিন থাকেনা 🙂
নীলাঞ্জনা নীলা
বহুদিন পর তোমার কবিতা পড়লাম। ভালো লিখেছো। অবশ্য তুমি ভালোই লেখো সবসময়।
ছাইরাছ হেলাল
তা এ রূপবানটির সিরিয়াল নং কত?
ঝুলে থাকুন সে পাত্তা দিতে বাধ্য।
এত্ত দিন পর মনে পড়ল!!
ইলিয়াস মাসুদ
সব দিয়ে দেওলিয়া হয়ে যেতে হবে যে ?
দারুণ সুন্দর কবিতা…… এই কবিতা টা অন্তত থাকুক
মুহাম্মদ আরিফ হোসেইন
প্রথম বরষা খরা-মাটির উপরে
শুষ্ক-সকাল শেষে কঠিন দুপুরে
এমন উষ্ণ ক্ষণ
তৃষ্ণায় উচাটন
হঠাত মেঘের মায়া এমন আদরে
জল-মাটি একাকার বাসর সাদরে…
আহা!
কত মায়া মহব্বত!
তা চা কাকে উৎসর্গ করলেন! সেটা ক্লিয়ার করলে ভালো হয়!
শুন্য শুন্যালয়
তারপর কি?
জল-মাটি একাকার? 🙂
এমন কবিতা আমাদের লিখলে আমরা পাত্তা মানে কি! একেবারে পেছন পেছন ঘুরতাম। আমরা কি কম রূপবান? ( সোনেলার রূপবানদের কথা লিখে দিলাম ) 🙂
অইটা চা নাকি জবা ফুলের পানি? যেমন সুইট লেখা তেমন সুইট ছবিটা, যাই চা খেয়ে আসি। 🙂
মাঝে মাঝে তব দেখা পাই–
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
^:^ ^:^ ^:^ যে পাত্তা দেয় না তার কাছে ভালবাসা চাওয়ার বা আশা করার কোন মানেই হয় না।
লেখাতে ++
অঃটঃ ইয়ে মানে, ইহা আপনার কত নম্বর প্রেমিক? :p