তারতম্য : মৃত্যু এবং শ্বাস

নীলাঞ্জনা নীলা ৯ আগস্ট ২০১৪, শনিবার, ০৯:৫০:৩৬পূর্বাহ্ন কবিতা ৪০ মন্তব্য

মৃত জোনাকী
তুমিও আলো দাও ।
সে কেউ জানেনা...
কারণ আলো দেখার জন্যে অনুভূতি তো চাই ,
সাথে অন্ধকারও চাই ,
আর ঘন-সবুজ অরণ্য চাই ।
এই শহর-নগর ইট-কংক্রিটে ভরা---
এখানে সবুজ আছে অট্টালিকার ফাঁকে ফাঁকে ।
মৃত জোনাকী চুপটি করে বলি তোমায় ,
তোমার সাথে আমার একটি মিল ;
আমিও আলো দেই ,
কিন্তু সে আলো দিন কিংবা রাতে অনুভূতি ছাড়া
কিছুতেই দেখা যায়না...

হ্যামিল্টন , কানাডা
৬ আগষ্ট , ২০১৪ ইং ।

0 Shares

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ