
আমি তাকেই খুঁজি, আমি তাকেই খুঁজি!!!
যার অপেক্ষায় লাখো লাখো জনতা রোদে
পোড়াচ্ছে দেহ,
ঘামে ভেজাচ্ছে রেসকোর্স ময়দান-
তবু কেউ হচ্ছেনা বিরক্ত,
যার মুখটা দেখে তৃপ্তি লাভের আশায় ৭ই মার্চে
সত্তর বছরের বৃদ্ধও গাছে উঠে হাসি খুশীতে
করতে পারে মনোবল শক্ত।
তাকেই খুঁজি যে জীবনের মায়া ত্যাগ করে
হাজার স্বপ্ন বুকে ধরে জনতার সামনে
হাজির হয় আর মায়াময় মুখে বলে-
“ভাইয়েরা আমার-আজ দুঃখ ভারাক্রান্ত মন
নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি”
তাকেই খুঁজি যার জন্য মানুষ কষ্টকে মনে
করে বাতাসে উড়া ধুলো,
পেটের ক্ষুধাকে মনে করে মায়াবী মিষ্টি
রোদের ঝিলিক,
আর অপেক্ষার প্রহর শেষ করে চাঁদনী রাতে
স্বর্গ দেখার মধ্য দিয়ে।
আমি তাকেই খুঁজি,আমি তাকেই খুঁজি!!!
১০টি মন্তব্য
ফয়জুল মহী
অপেক্ষার প্রহর শেষ করে চাঁদনী রাতে
স্বর্গ দেখার মধ্য দিয়ে।
আমি তাকেই খুঁজি,আমি তাকেই খুঁজি!!!!!
শামীনুল হক হীরা
ধন্যবাদ অনন্ত।
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
শামীনুল হক হীরা
ধন্যবাদ অনন্ত। সুস্থ থাকবেন অনন্তকাল ধরে।
আলমগীর সরকার লিটন
চমৎকার অনেক বিনম্র শ্রদ্ধা জানাই কবি দা
শামীনুল হক হীরা
ধন্যবাদ সহ ভালবাসা নিবেন।
শামীম চৌধুরী
যতকিন রবে বাংলাদেশ
ততদিন তাঁকে আমরা খুজেই যাবো।
এই মহাপুরুষের জন্মটাই ছিল একটা পতাকাযুক্ত স্বাধীন দেশের মালিক হবার।
আল্লাহ উনাকে বেহেস্তবাসী করুন।
শামীনুল হক হীরা
ধন্যবাদ অনন্ত ভাল থাকবেন সদা সবাইকে নিয়ে।
সৌবর্ণ বাঁধন
সুন্দর।
শামীনুল হক হীরা
অসংখ্য ধন্যবাদ।। ভাল থাকবেন সদা সবসময় সপরিবারে।