আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
খাঁটি রক্তের শরীর যাঁর অবদান অস্বীকার
করতে পারবেনা কোনদিন,
সত্যিকারের মানুষ হলে যাঁর কথা কখনোও
ভুলতে পারবেনা কোনদিন।
হাজার ষড়যন্ত্র করলেও যাঁর কথা আড়াল
করতে পারবেনা কোনদিন,
লক্ষ কোটি মিথ্যা দিয়েও যাঁর নাম মুছে
ফেলতে পারবেনা কোনদিন।
যাকে নিয়ে পশ্চিমবঙ্গের কবি শঙ্খঘোষের
সেই অমর লেখা-"আজকের দিন যদি ব্যার্থ
হয় তাহলে আছে কাল,একশ মুজিব যদি
মিথ্যে হয় তবুও থাকে সত্য"।

তাঁকেই খুঁজি দেশের স্বার্থে যাঁর ছিল সদা
এক কথা এক মন এক প্রাণ,
মৃত্যুর কথা শুনে যে হুঙ্কার দিয়ে বলেছিল-
"আমি বাঙালি,আমি মানুষ,আমি মুসলমান,
একবার মরে দুইবার মরে না"।
যে ছিল দেশের কাঙ্গালি মানুষের কাঙালি,
যে সেই একমাত্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!

 

--------------------------------------
★পুরো সিরিজটাই সকল দেশপ্রেমিক
মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করলাম★
(বিঃদ্রঃ-কবিতার আসরে শেষ হলেও তাঁর
খোঁজ শেষ হবেনা কোনদিন,এ খোঁজে যারা
আমাকে আলোচনা সমালোচনা করে
সহযোগিতা করেছেন সবার প্রতি আমি
কৃতজ্ঞ,মন থেকে ভালবাসা দিলাম।)

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ