তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-৪৭)

শামীনুল হক হীরা ২৮ নভেম্বর ২০২০, শনিবার, ১২:৩৭:৫২অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
বর্ষার ভরা নদীতে সারি সারি নৌকার পালে,
অপরূপ রক্তে রাঙ্গা কৃষ্ণচূড়ার ডালে ডালে।
বাসন্তী কোকিলের কুহুকুহু মিষ্টি মধুর গানে,
উজান গাঙ্গে রঙ্গিলা মন মাঝির বৈঠার টানে।
যাকে নিয়ে মহাদেব সাহা লিখেছেন-"নদীর
বুকে বৃষ্টি নামে যখন ওঠে ঢেউ/মুজিব বলে
আসছি আমি,ডাকছে আমায় কেউ"।

তাঁকেই খুঁজি যে ছিল বাঙালি জাতির আশা,
সারা বাংলার মানুষের স্বপ্ন আর ভালবাসা।
ভালবাসায় মুগ্ধ হয়ে যাঁর অমর বাণী-
"বাংলার মানুষের ভালবাসার প্রতিদানে
আমার দেবার কিছুই নাই,একমাত্র প্রাণ
দিতে পারি,আর তা দেয়ার জন্যে
সবসময় প্রস্তুত আছি"।
যে সেই বাঙালি জাতির একমাত্র প্রাণপাখি
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ