তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-৪৬)

শামীনুল হক হীরা ২৬ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার, ০৪:৫৭:৩৪অপরাহ্ন কবিতা ৩ মন্তব্য

যাঁর রক্তে মিশে ছিল দেশের মাটি
দেশের মানুষ আর তাদের স্বপ্ন পূরণের
চিন্তায় প্রতি মূহুর্ত পার,
যাঁর বলিষ্ঠ কন্ঠের তেজ শত্রুর বুকে
বিষাক্ত তীর হয়ে বিদ্ধ হতো আর
সাধারণ মানুষকে করতো দুর্বার।

তাঁকেই খুঁজি যে নিশ্চিত মৃত্যু চোখের
সামনে ভাসতে দেখেও নির্দ্বিধায় লাখো
জনতার সামনে বলতে পারে-
"আমরা যখন মরতে শিখেছি,
কেউ আমাদের দাবাতে পারবেনা"।
যাঁর এই বাণীই মানুষকে বানিয়েছিল যোদ্ধা
কোন শত্রু সেনা তাদের দাবাতে পারেনি।
যাঁর অমূল্য বাণী অবশেষে চিরন্তন সত্য
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!

0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ