
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
যাঁর মত কেউ ভাববেনা দেশের কথা,
যাঁর মত কেউ ভালবাসবেনা মানুষকে।
যাঁর মত কেউ করবেনা অন্যায়ের প্রতিবাদ,
যাঁর মত কেউ পারবেনা বানাতে প্রতিবাদী।
যাকে নিয়ে কবি জসীমউদ্দীন লিখেছেন-
"তোমার হুকুমে তুচ্ছ করিয়া শাসন-
ত্রাসন-ভয়,/আমরা বাঙালী মৃত্যুর পথে
চলেছি আনিতে জয়"।
তাঁকেই খুঁজি যাঁর মত কেউ বুঝবেনা গরীব
অসহায় দুঃখী মানুষের কথা,
যাঁর মত কেউ পারবেনা দুর্নীতিবাজদের
বিরুদ্ধে সরাসরি বলতে কথা।
দুর্নীতিবাজদের প্রকাশ্যে যে বলেছিল-
"যাঁর মধ্যে মনুষ্যত্ব আছে সেই মানুষ হয়"।
যে ছিল সেই সাদা মনের প্রকৃত মহারাজ
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
৩টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সাদা মনের মানুষ ছিল তাইতো তাকে এভাবে বিশ্বাসের মূল্য দিতে হলো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা রইলো। ভাইয়া আপনি আমাদের পোস্ট গুলো পড়ে মন্তব্য করেন না কেন?
মন্তব্য করবেন সবার সাথে সম্পর্ক তৈরি হবে। কিছু মনে করবেন না।
আরজু মুক্তা
মনুষ্যত্ব না থাকলে মানুষ কেমনে হয়?
বিনম্র শ্রদ্ধা