তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-৩২)

শামীনুল হক হীরা ৩ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ০৬:১১:৫২অপরাহ্ন কবিতা ৩ মন্তব্য

আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
পূর্ব বাংলার আকাশে যে রক্তিম সূর্য হয়ে
উদিত হয়েছিল,
যার আলোয় আলোকিত হল বাঙালি জাতি,
অন্ধকারাচ্ছন্ন বাংলায় যে আলোর দীপশিখা
হয়ে জ্বলেছিল,
যার আলোয় পরিবর্তন বাংলায় রাতারাতি।
বাংলার ইতিহাস লিখতে গেলে আগে
লিখতে হয় যার নাম,
বিশ্ব ইতিহাসেও অনন্য উচ্চতায় যার স্থান।
"বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ
ঐতিহাসিক দলিল"– ইউনেসকো।

তাঁকেই খুঁজি উজার করে নিত যে গরীবের
ভালবাসার সকল দান,
যাঁর মনে ছিলনা হিংসার কোন স্থান।
সাম্প্রদায়িকতা নিয়ে যাঁর অমূল্য বাণী-
"যাঁর মনের মধ্যে আছে সাম্প্রদায়িকতা
সে হল বন্য জীবের সমতূল্য"।
যে সেই দেশ দরদী জনগণের প্রকৃত বন্ধু
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!

0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ