তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-২৩)

শামীনুল হক হীরা ১৬ অক্টোবর ২০২০, শুক্রবার, ০৮:০৪:৫২পূর্বাহ্ন কবিতা ২ মন্তব্য

আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
যাকে নিয়ে বহু গীতিকার লিখেছে
শত শত গান,
যে গান গেয়ে বিশ্ব মাতিয়েছে বহু শিল্পী।
কবিরা লিখেছে হাজারো ছড়া,কবিতা
যাহা পাঠকের জুড়িয়েছে প্রাণ।
প্রিয়কবি জসীমউদ্দিন লিখছেনই-
“আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার
পূর্বপুরুষের কথা বলছি।
তিনি স্বপ্নের মত সত্য ভাষণের কথা
বলতেন সুপ্রাচীন সংগীতের আশ্চর্য
ব্যাপ্তির কথা বলতেন তিনি কবি এবং
কবিতার কথা বলতেন”।

তাঁকেই খুঁজি যার মনোহর সৌন্দর্যে মুগ্ধ
হয়েছিল সারা বিশ্ব।
কুসুম কোমল চরিত্রে ভালোবাসাই ছিল
তার সবচেয়ে বড় পুঁজি।
একবুক ভালোবাসা নিয়ে আবেগ আপ্রুত
হয়ে যে প্রকাশ্যে জনসম্মুখে বলতে পারে-
” আমি সবকিছু ত্যাগ করতে পারব
তোমাদের ভালোবাসা আমি
ত্যাগ করতে পারবোনা”
যে সেই খাঁটি প্রকৃত ভালোবসার কাঙ্গাল
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!

২৮৯জন ২৪৬জন
0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ