
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
শত্রুর বুলেটের সামনে যে বাংলাদেশের
ঢাল হয়ে দাঁড়িয়েছিল,
হায়েনাদের বিপক্ষে যার প্রতিটি কথার
উত্তাপ ছিল আগ্নেয়গিরির লাভার মত,
শত্রুর বুকে যা সারাক্ষণই দাউ দাউ
করে জ্বলে উঠতো।
যার মহানুভবতা ছিল সদা উপরের সারিতে।
ব্রিটিশ লর্ড ফেন্যার ব্রোকওয়ে বলেছেনই-
“শেখ মুজিব জর্জ ওয়াশিংটন,গান্ধী
এবং দ্যা ভ্যালেরার থেকেও মহান নেতা”।
তাঁকেই খুঁজি যার বজ্র কন্ঠের হুমকি –
“আর আমার বুকের উপর গুলি চালাবার
চেষ্টা করোনা,ভাল হবেনা”।
যা দেশের শত্রুদের মনোবল ভেঙ্গে
চুরমার করে দিয়েছিল।
যার সাহসী কন্ঠ শুনে দেশদ্রোহীরাও খেই
হারিয়ে ফেলেছিল,
যে সেই বজ্র কন্ঠের সাহসী বাংলার সৈনিক
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
৩টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বিনম্র শ্রদ্ধা জানাই কবি দা
শামীম চৌধুরী
বিনম্র শ্রদ্ধা।
ইসিয়াক
বিনম্র শ্রদ্ধা।