তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-১৬)

শামীনুল হক হীরা ২ অক্টোবর ২০২০, শুক্রবার, ১১:২৫:১২পূর্বাহ্ন কবিতা ১ মন্তব্য

আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
যার রক্তের বিনিময়ে আজকের এই বাঙ্গালি
জাতির সোনার বাংলাদেশ,
যার নেতৃত্বের বিনিময়ে বাংলায় হয়েছে
জালিম অত্যাচারীর দিন শেষ।
শত্রুর বুলেটের সম্মূখে যার তেজদীপ্ত কন্ঠ
আগ্নেয়গিরির লাভার মত উত্তাপ ছড়ায়,
যার কথা মনে করেই শত্রু সেনারা
সারাক্ষণ ভূগতো সাহসের খরায়।

তাঁকেই খুঁজি মৃত্যুর ডাকের চেয়ে জনগণের
আর্তনাদ যার কাছে ছিল বেশী মূল্যবান।
দেশের মানুষকে বাঁচাতে লাখো জনতার
সামনে হায়েনাদের বুকে পেরেক ঢুকাতে
যার সাহসী উচ্চারণ-
"জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে
সবকিছু আমি যদি হুকুম দিবার না-ও পারি
তোমরা বন্ধ করে দিবে"।
শত্রুর বুকে যে জ্বলেছিল দাবানলের মত
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!

0 Shares

একটি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ