আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
যার বলিষ্ঠ নেতৃত্ব দেখে বিশ্বনেতারাও
হতবাক হয়ে গিয়েছিল
যার আদর্শে উজ্জীবিত গোটা বিশ্ব,
ফিদেল কাস্ত্রো যাকে দেখে অকপটে বলে
দিতে পারে-“আমি হিমালয় দেখিনি
কিন্তু শেখ মুজিবকে দেখেছি
ব্যক্তিত্ব এবং সাহসিকতায় তিনিই হিমালয় ”
যাকে হারিয়ে বাঙ্গালি জাতি আজ নিঃস্ব।
তাঁকেই খুঁজি যে বলিষ্ঠ কন্ঠের মাধ্যমেও
শত্রুকে কাঁপিয়ে তুলতে পারে
মানুষের ভালোবাসার কাছে যার জীবনটাই
ছিল বালুকণার মতই তুচ্ছ।
যে শত্রুর ভীত নাড়াতে এক বাক্যে নির্ভয়ে
বলে দিতে পারে-
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”
যার এ বাণীর ফলেই আমরা হয়েছি মুক্ত
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
৪টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
সুন্দর কবি দা অনেক বিনম্র শ্রদ্ধা জানাই
আরজু মুক্তা
এই রকম আর কয়টা কবিতা দিবেন?
শামীনুল হক হীরা
বুঝলামনা প্রিয়কবি,
আরজু মুক্তা
বললাম থিমটা চেন্জ করতে পারেন।