তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-১২)

শামীনুল হক হীরা ২৬ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ০৬:৪৪:৩৮অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য

আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
যার স্থান বাংলায় সবার উপরে
পরাধীন বাংলায় স্বাধীন সূর্য উদিত করে
মিশে আছে বাঙালির প্রতিটি নিঃশ্বাসে
প্রতিটি বাঙ্গালির অন্তরে,
যে মিশে আছে বাংলার ঐতিহ্যে ইতিহাসে
বাঙালির সত্ত্বায় আজীবন থাকবে
রবে গৌরবে-বিশ্বাসে-অহংকারে।

তাঁকেই খুঁজি যে পরিষ্কার মানুষ পরিষ্কার মন
নিয়ে লাখো লাখো জনতাকে প্রশ্ন করে-
"ভাইয়েরা আমার তোমাদের
আমার উপর বিশ্বাস আছে"?
এ প্রশ্নের জবাবে আপামর জনতার
"হ্যাঁ" উত্তরই প্রমাণ করে বাঙালি
রেখেছিল তাঁকে কত কাছে।
যে সেই বিশ্বাসী মহাস্বজন তাঁকেই খুঁজি।
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ