
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
যার মহত্ব ছড়িয়ে আছে প্রতিটি দেশ
প্রেমিকের অন্তর জুড়ে
বাংলার মাটি সবুজ শ্যামল প্রকৃতির মাঝে,
যে শত্রুকেও মায়া জড়ানো কন্ঠে বলে-
“তোমরা আমাদের ভাই”
মহত্ব থাকে যার প্রতিটি কথার ভাঁজে।
তাঁকেই খুঁজি যার অস্তিত্ব সারা দেশের
মানচিত্র জুড়ে পাওয়া যায়
যার নাম ধ্বনিত হয় শত শত নদীর
ঢেউয়ের মাঝে,
লাল সবুজ পতাকার উড্ডীন শব্দে,
লাল টুকটুকে সূর্যের কিরণে
প্রতিটি ভোর আর সকাল সন্ধ্যা সাঁঝে।
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
১০টি মন্তব্য
ফয়জুল মহী
বাহ্ অনবদ্য ভাবনার প্রকাশ । । ভালো থাকুন সবসময়।
শামীনুল হক হীরা
ধন্যবাদ সহ অফুরন্ত ভালবাসা রইল।
আরজু মুক্তা
ভালো লাগলো
শামীনুল হক হীরা
ধন্যবাদ সতত
সুপর্ণা ফাল্গুনী
আজকের পর্বটা ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
শামীনুল হক হীরা
ধন্যবাদ অনেক।।
শামীম চৌধুরী
বিনম্র শ্রদ্ধা।
শামীনুল হক হীরা
ধন্যবাদ সতত
আলমগীর সরকার লিটন
জ্বি কবি সুন্দর অনেক বিনম্র শ্রদ্ধা জানাই
শামীনুল হক হীরা
ধন্যবাদ সহ অফুরন্ত ভালবাসা নিবেন