তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-০৯)

শামীনুল হক হীরা ২০ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ০৬:২৯:০৯পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
যার চিন্তায় ছিল দেশ আর দেশের মানুষ
অসহায় মানুষের মুখে হাসি ফোটানো
আর তাদের স্বপ্ন পূরণ,
যে সাধারণ মানুষের অন্তরের কথা সহজেই
অনুভব করে অকপটে জনসম্মুখে
বলে দিতে পারে-"বাংলার মানুষ মুক্তি চায়,
বাংলার মানুষ বাঁচতে চায়,
বাংলার মানুষ তারা তার অধিকার চায়"।

তাঁকেই খুঁজি যার কারণে বাংলার মানুষ
হয়েছিল শত্রু মুক্ত,
সকল আপামর জনতা দেখেছিল বাঁচার স্বপ্ন,
সাত কোটি মানুষ পেয়েছিল তারা নিজ দেশে সঠিক অধিকার।
যে ছিল সেই মহাবীর বাঙ্গালী মহানায়ক
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ