তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-০৭)

শামীনুল হক হীরা ১২ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ১০:৪৯:৪৫অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য

আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
যার নির্দেশনা বিদ্যুত গতিতে ছড়িয়ে
পড়েছিল সারা বাংলার মাঝে আর মিশে
গিয়েছিল মানুষের নিঃশ্বাসে বিশ্বাসে,
যার কথায় বুকের তাজা রক্ত দিয়ে
রাজপথ লাল করে দিয়েছে তবুও
দেশের স্বার্থে পেছনে ফিরে তাকায়নি
স্বাধীন হবে দেশ এই আশ্বাসে।

তাঁকেই খুঁজি যে বিপদ চোখের সামনে
ভাসতে দেখেও বুকের রক্ত ঝরবে জেনেও
সুনিশ্চিত বিজয় এই আশা রেখে বলে-
"রক্ত যখন দিয়েছি রক্ত আরোও দেব
এদেশের মানুষকে মুক্ত করে
ছাড়বো ইনশাআল্লাহ "
যে আল্লাহর উপর বিশ্বাস করে এই বাণী
জনগণের অন্তরে মিশিয়ে দিতে পারে
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ