
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
যার নির্দেশনা বিদ্যুত গতিতে ছড়িয়ে
পড়েছিল সারা বাংলার মাঝে আর মিশে
গিয়েছিল মানুষের নিঃশ্বাসে বিশ্বাসে,
যার কথায় বুকের তাজা রক্ত দিয়ে
রাজপথ লাল করে দিয়েছে তবুও
দেশের স্বার্থে পেছনে ফিরে তাকায়নি
স্বাধীন হবে দেশ এই আশ্বাসে।
তাঁকেই খুঁজি যে বিপদ চোখের সামনে
ভাসতে দেখেও বুকের রক্ত ঝরবে জেনেও
সুনিশ্চিত বিজয় এই আশা রেখে বলে-
“রক্ত যখন দিয়েছি রক্ত আরোও দেব
এদেশের মানুষকে মুক্ত করে
ছাড়বো ইনশাআল্লাহ “
যে আল্লাহর উপর বিশ্বাস করে এই বাণী
জনগণের অন্তরে মিশিয়ে দিতে পারে
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
৭টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
খুজে ফিরি তার অস্তিস্ত, খুজি তার অসীম সাহস
যার তরে বিশ্বাস সীমাহিন অনন্ত ছড়ায় সারা আকাশ,
খুব উপলদ্ধির অন্তর জাগানিয়া। শুভ ব্লগিং।
ফয়জুল মহী
দীপ্তিময় লেখনী ।
আলমগীর সরকার লিটন
বিনম্র শ্রদ্ধা জানাই কবি দা
শামীম চৌধুরী
বিনম্র শ্রদ্ধা।
আরজু মুক্তা
দারুণ লেখা। শুভকামনা
Jasim uddin
তাঁকেই খুঁজি যে বিপদ চোখের সামনে
ভাসতে দেখেও বুকের রক্ত ঝরবে জেনেও
সুনিশ্চিত বিজয় এই আশা রেখে বলে-
“রক্ত যখন দিয়েছি রক্ত আরোও দেব
এদেশের মানুষকে মুক্ত করে
ছাড়বো ইনশাআল্লাহ “
হালিম নজরুল
জাতির পিতার প্রতি অসীম শ্রদ্ধা