
আমি তাঁকেই খুঁজি,আমি তাকেই খুঁজি!!!
যার কাছে ছিলনা কোন দল
ছিলনা কোন মনে কোন অহংকার
ছিল শুধু একটি বড় পরিচয় গর্ব করে-
বলত আমি বাঙ্গালী,
তাঁকেই খুঁজি যে গরীবের মাঝে নিজেকে
বিলীন করে বুকে জড়িয়ে বলতেন
আমি তোমাদের কাছে কিছুই চাইনা-
আমি ভালোবাসার কাঙ্গালী।
তাঁকেই খুঁজি যে সাতকোটি মানুষের উপর
অকৃত্রিম বিশ্বাস আর নিশ্চিত জয়ের আশা
রেখে নির্ভয়ে বলতে পারে-
“প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো”
যার এ বাণী বুকে ধারন করে বাঙ্গালীরা
দুটি শূন্য হাতকে অস্ত্র বানিয়ছিল
শত্রুর দুর্গে কাপন ধরিয়েছিল
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
৮টি মন্তব্য
শামীম চৌধুরী
হে পিতা
তোমার প্রতি রইলো
বিনম্র শ্রদ্ধা।
শামীনুল হক হীরা
অসংখ্য ধন্যবাদ।।
সুরাইয়া পারভীন
আমরা আর কখনো তাঁকে পাবো না জেনেও তাঁকেই খুঁজি। যদি আবার কখনো তাঁকে ফিরে পাই সে আশায়। আসলে আশায় তো আমাদের বাঁচিয়ে রাখে
ফয়জুল মহী
নিখুঁত ভাবনায় কোমল হাতের পরশ।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার। জাতির পিতাকে নিয়ে এমন সিরিজ পোষ্ট ভালো লাগলো। এগিয়ে যান। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রইল জাতির পিতার প্রতি। শুভ কামনা রইলো আপনার জন্য
আলমগীর সরকার লিটন
অনেক বিনম্র শ্রদ্ধা জানাই কবি দা
আরজু মুক্তা
জাতির পিতা জাগ্রত থাক সবার মনে।
হালিম নজরুল
বঙ্গবন্ধুর অভাব পূরণ হবার নয়।