তবু্ও খুঁজে মন!

মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী ২৩ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার, ১২:১৭:৪৫অপরাহ্ন একান্ত অনুভূতি ১৯ মন্তব্য

 

কি খুঁজি কেন খুঁজি কাকে খুঁজি!

জানি না! মনও জানেনা!

আস্থা ভরসা স্বস্তি শান্তি প্রশান্তি

প্রেম কেউ দিতে চায় না।

তবুও খুঁজে মন!

প্রেম ভালবাসা মায়া মমতা প্রতিক্ষণ।

কেউ এসে বলে না এসো মিলেমিশে বৃষ্টি দেখি।

শুনি বৃষ্টির রিমঝিম মধুর কলতান।

কেউ আসেনা দু’দণ্ড সময় নিয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে

গল্পের রাজ্যে হারিয়ে যেতে!

প্রেমের প্রজাপতি হয়ে আকাশে উড়তে।

ভালবাসার প্রদীপ অন্ধকার কুটিরে জ্বালাতে!

সবাই ব্যস্ত নিজেকে নিয়ে নিজের স্বার্থ নিয়ে।

যদি কেউ থাকো এসো দাও এক মুঠো ভালবাসা।

হোক না তা স্বার্থের বা অর্থের বিনিময়ে।

তবুও ভালাবাসায় খুঁজে পাবে অশান্ত মন।

শান্তি স্বস্তি আস্থা আর ভরসা হোক না তা কিছুক্ষণ।

 

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ