তবুও তোমাতেই হোক

সুপর্ণা ফাল্গুনী ১৮ ডিসেম্বর ২০১৯, বুধবার, ০৩:২৭:৩১অপরাহ্ন কবিতা ৪২ মন্তব্য

আজ তোমাতেই হবো বিলীন- শুনবো না শাসন-বারণ,
মানবো না কোনো বাঁধন।
খোলা থাক দক্ষিণ-বাতায়ন,
আসুক না প্লাবন,
আসুক অমানিশার ঘোর লগন।

ভেঙে চুরমার হোক পাঁজর দু'খান,
তবুও তোমাতেই হবো অশালীন।
আদিমতার নেশায় মাতুক তনু-মন,
নীরবতার চাঁদরে থাকুক ভাষার স্ফুরণ।
চোখে চোখে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বহমান
তবুও তোমাতেই হোক আমার ক্ষরণ।
আকাশ নীলে মেঘবালিকার কাঁপন ছুঁয়ে যাক দিগন্তের মেলবন্ধন।

অধরে চুম্বকের মাতন ,ভাঙ্গলো নিষেধাজ্ঞার সমন;

তবুও তোমাতেই হোক পুনর্মিলন।।
স্বপ্নদের নাইওর গমন, ঘুমদল করেছে অনশন
জোয়ার -ভাটার প্রলয় নাচন, ছিন্ন হোক লোক-লজ্জার আবরণ।
তবুও তোমাতেই হোক আমার বসন
এলোকেশে হোক না ভালোবাসার আলোড়ন।

হৃদয়ের স্রোতে বালুকাবেলায় হোক না সময়ের কালক্ষেপণ,
তবুও তোমাতেই হোক নতুনের আগমন।

0 Shares

৪২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ