
আজ তোমাতেই হবো বিলীন- শুনবো না শাসন-বারণ,
মানবো না কোনো বাঁধন।
খোলা থাক দক্ষিণ-বাতায়ন,
আসুক না প্লাবন,
আসুক অমানিশার ঘোর লগন।
ভেঙে চুরমার হোক পাঁজর দু’খান,
তবুও তোমাতেই হবো অশালীন।
আদিমতার নেশায় মাতুক তনু-মন,
নীরবতার চাঁদরে থাকুক ভাষার স্ফুরণ।
চোখে চোখে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বহমান
তবুও তোমাতেই হোক আমার ক্ষরণ।
আকাশ নীলে মেঘবালিকার কাঁপন ছুঁয়ে যাক দিগন্তের মেলবন্ধন।
অধরে চুম্বকের মাতন ,ভাঙ্গলো নিষেধাজ্ঞার সমন;
তবুও তোমাতেই হোক পুনর্মিলন।।
স্বপ্নদের নাইওর গমন, ঘুমদল করেছে অনশন
জোয়ার -ভাটার প্রলয় নাচন, ছিন্ন হোক লোক-লজ্জার আবরণ।
তবুও তোমাতেই হোক আমার বসন
এলোকেশে হোক না ভালোবাসার আলোড়ন।
হৃদয়ের স্রোতে বালুকাবেলায় হোক না সময়ের কালক্ষেপণ,
তবুও তোমাতেই হোক নতুনের আগমন।
৪২টি মন্তব্য
নুর হোসেন
প্রানবন্ত কবিতা, চমৎকার লিখেছেন।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া
সুরাইয়া পারভিন
ওরে বাপরে
কি লিখেছেন দিদি😱😱
জাস্ট জমে ক্ষীর,,,👏👏
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু 💓💓💓💓 ভালোবাসা অবিরাম
জিসান শা ইকরাম
আমিও ভয় পেয়েছি সূরাইয়া পারভিন 🙂
আমার মন্তব্য আপনি দিয়ে ফেললেন।
সুপর্ণা ফাল্গুনী
দাদা ভাই!!!!!!🤭🤭
সাবিনা ইয়াসমিন
ভেঙে চুরমার হোক পাঁজর দু’খান,
তবুও তোমাতেই হবো অশালীন।
আদিমতার নেশায় মাতুক তনু-মন,
নীরবতার চাঁদরে থাকুক ভাষার স্ফুরণ।
চোখে চোখে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বহমান
তবুও তোমাতেই হোক আমার ক্ষরণ।…..
এক্সিলেন্ট! দারুণ রোমান্টিক কবিতায় একরাশ গোলাপের শুভেচ্ছা।🌹🌹
এমন লেখা আরও চাই।
সুপর্ণা ফাল্গুনী
অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা। 💓💓💓🌹🌹🌹
প্রদীপ চক্রবর্তী
অনবদ্য কাব্যকথন দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা
ফজলে রাব্বী সোয়েব
হৃদয় হরণ করার মত লিখা। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য
মোঃ মজিবর রহমান
আজ তোমাতেই হবো বিলীন- শুনবো না শাসন-বারণ,
মানবো না কোনো বাঁধন।
খোলা থাক দক্ষিণ-বাতায়ন,
আসুক না প্লাবন,
আসুক অমানিশার ঘোর লগন। মনে জাগে ইচ্ছা কেউ কি বারণে নিবৃত্ত ঘটবে, না সব নিষেধ অমান্য তোমাতেই বিলীন আমার যাত্রা। সুন্দর ভাল লাগা কবিতা মনে দাগ কেটে গেল। শুভেচ্ছা অবিরত।
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ একটি মন্তব্য। ধন্যবাদ আপনাকে
মোঃ মজিবর রহমান
আপনার অসাধারন লেখার গুন লিখুন আপু।
বন্যা লিপি
এ যেন ভাঙচুর প্রেমের এক অনবদ্য প্রেমউপখ্যান। আসলেই জমে ক্ষির।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু 💓🌹
কামাল উদ্দিন
মনে হচ্ছে বিদ্রোহী কবিতা, ইচ্ছে পূরণে বিদ্রোহীভয়ে উঠা কম খারাপ না।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া
সুপায়ন বড়ুয়া
“আজ তোমাতেই হবো বিলীন- শুনবো না শাসন-বারণ,
মানবো না কোনো বাঁধন।
খোলা থাক দক্ষিণ-বাতায়ন,
আসুক না প্লাবন,
আসুক অমানিশার ঘোর লগন।”
ওয়াও !
এমনি হওয়া উচিত
ভালবাসার প্রথম পাঠে
কাঁপন ধরায় হৃদ
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা আপনাকে
জিসান শা ইকরাম
একটা যুদ্ধাবস্থা দেখছি,
কোন বারন মানা হবে না আজ
কোন নিষেধ শোনা হবে না,
বিলীন হতেই হবে 🙂
ভালোবাসলে এমন ভাবেই বাসা উচিৎ।
আবেগের প্রকাশটি সুন্দর হয়েছে ছোটদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই
সুপর্ণা ফাল্গুনী
🤣🤣🤣🤣🤣 বিলীন হতেই হবে
তৌহিদ
স্বপ্নদের নাইওর গমন, ঘুমদল করেছে অনশন
জোয়ার -ভাটার প্রলয় নাচন, ছিন্ন হোক লোক-লজ্জার আবরণ।
বাপ্রে! মাথার উপ্রে দিয়ে গেলো। কবিতা আমার মাথায় ঢুকতে চায় না আপু। মাথা আউলায় গেলো।
সুপর্ণা ফাল্গুনী
🤭🤭🤭🤭😇😇😇😇
নিরব সাগর
ভালো লিখেছেন ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপনাকে
ছাইরাছ হেলাল
লেখায় ভালোবাসার সুন্দর/আদিম উপস্থাপন।
দিনে দিনে আপনার লেখনি দারুণ রং ছড়াচ্ছে।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপনাকে
কামরুল ইসলাম
চমৎকার লিখেছেন
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া
মনির হোসেন মমি
যাষ্ট অসাধারণ! পাঠ করে পড়তে বেশ মুগ্ধ হই। অসম্ভব অনবদ্য বাক্য ও শব্দের খেলায় জীবন উপভোগ্য কবিতা। ভালবাসা এমনি স্পিরিট থাকা উচিত।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই
রেহানা বীথি
কী রোমান্টিক কবিতা রে বাবা!!
দারুণ!!!
সুপর্ণা ফাল্গুনী
তাই? ধন্যবাদ আপু আপনাকে 💓💓💓
আরজু মুক্তা
আপনি কবিতা এতো সুন্দর করে কেমনে লিখেন?
মুগ্ধতা রেখে গেলাম।
সুপর্ণা ফাল্গুনী
😍😍😍😍😍 ধন্যবাদ আপু
সৈকত দে
কোনো কথা হবে না। যেন হৃদয় ছুয়ে যায়….
দারুণ উপস্থাপন। শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। শুভ কামনা রইল
ফয়জুল মহী
অনেক ভালোলাগা রেখে গেলাম
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া।