তবুও তোমাতেই হোক

সুপর্ণা ফাল্গুনী ১৮ ডিসেম্বর ২০১৯, বুধবার, ০৩:২৭:৩১অপরাহ্ন কবিতা ৪২ মন্তব্য

আজ তোমাতেই হবো বিলীন- শুনবো না শাসন-বারণ,
মানবো না কোনো বাঁধন।
খোলা থাক দক্ষিণ-বাতায়ন,
আসুক না প্লাবন,
আসুক অমানিশার ঘোর লগন।

ভেঙে চুরমার হোক পাঁজর দু’খান,
তবুও তোমাতেই হবো অশালীন।
আদিমতার নেশায় মাতুক তনু-মন,
নীরবতার চাঁদরে থাকুক ভাষার স্ফুরণ।
চোখে চোখে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বহমান
তবুও তোমাতেই হোক আমার ক্ষরণ।
আকাশ নীলে মেঘবালিকার কাঁপন ছুঁয়ে যাক দিগন্তের মেলবন্ধন।

অধরে চুম্বকের মাতন ,ভাঙ্গলো নিষেধাজ্ঞার সমন;

তবুও তোমাতেই হোক পুনর্মিলন।।
স্বপ্নদের নাইওর গমন, ঘুমদল করেছে অনশন
জোয়ার -ভাটার প্রলয় নাচন, ছিন্ন হোক লোক-লজ্জার আবরণ।
তবুও তোমাতেই হোক আমার বসন
এলোকেশে হোক না ভালোবাসার আলোড়ন।

হৃদয়ের স্রোতে বালুকাবেলায় হোক না সময়ের কালক্ষেপণ,
তবুও তোমাতেই হোক নতুনের আগমন।

৯৩৯জন ৫৯৩জন
40 Shares

৪২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ