তবুও তুমি

মনির হোসেন মমি ৩ মার্চ ২০১৪, সোমবার, ০১:৩৩:৩৮অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২৩ মন্তব্য

ফুল!না তুমি চাদঁ

নাহ!তুমি শাহ্ জাহানের তাজঁ মহল,

তাও না তুমি এর চেয়েও বেশী কিছু

তোমার তুলনায় তুমিই কেবল।

গভীর অন্ধকারে তুমিই আলো

হতাশার জীবনে

তুমিই আশার আলো

তুমি জীবনে তুমিই মরনে

এ জীবনের প্রথম ভালবাসা।

ভোরের আলোতে তুমি শিশির কণা

ঝলমলে উজ্জ্বল বিদুৎতের ঝিলিক

তুমি সুর তুমিই তাল

ঢুলির বাজনায় নৃত্যে মাতাল।

কথা দিলে,কথা নিলে

রবে চিরকাল,

মনের কুটিরে শুধুই আমার

তুমি হলে না যখন আমার

তবে হবে কার?।

যেখানে যাও যে ভাবে থাকো

প্রয়োজনে-অপ্রয়োজনে ডেকো

মনে রেখো আমি আছি, তোমার

হৃদয়ের কাছাকাছি

তোমারি

   মমি..

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ