
আমি হেটে যাই তোমাদেরই পাশে
কিন্তু তোমরা আমাকে দেখতে পাওনা
আমি কড়া নেড়ে যাই তোমাদের দরজায়
কিন্তু তোমরা কোন সাড়া দাওনা
ওগো, আমি যে মৃত !
আমার এপাশে বড্ড আধার
স্বপ্ন আমার, হায় শত স্বপ্ন আমার!
দেখলোনা ভোরের মুখ
তবু এই প্রত্যাশায় আমি কেঁদে যাই যে
তোমাদের দিনগুলো আলোয় ভরে উঠুক
আর দূর হোক হাজার বছরের অন্ধকার।
এবার আলোয় ভরুক প্রহর
এবার আলোয় ভরুক সময়
এবার আলোয় ভরুক হৃদয়
এবার আলোয় ভরুক ভোর
এবার আলোয় ভরুক ভোর।
কি হয়েছিলো তা জানতে চেয়োনা
শুধু মনে করো আমি
হারিয়ে যাওয়া এক রংধনু,
তোমাদেরই আলোকজ্জ্বল দিনের প্রত্যাশায়
তোমাদেরই বোন তনু !
Thumbnails managed by ThumbPress
৫টি মন্তব্য
খসড়া
তনু তুমি মরে ভালই হয়েছে, বেঁচে থাকলে হতে মাল
মরে গিয়ে হয়েছ বোন
শেহজাদ আমান
হুম, বড়ই করুণ! বড়ই দুঃখজনক!
মৌনতা রিতু
বেঁচে থাকলে তার কতো কিছুরই যে সম্মুখিন হতে হতো তার হিসেব নেই।
মেডিকেল, উকিলের জেরাঃ কতোজন ছিল? একেকজন কতোটা সময় নিয়েছিল?
কাপড় পুরো খুলেছিল কিনা? তুমি তাদের দেখেছিলে কিনা? তোমার চোখ কি খোলা ছিল? রাতের বেলা কেন গিয়েছিলে বাইরে?
কারো সংগে ডেটিং ছিল?
সে কি তোমার বয়ফ্রেন্ড? আরো কতো কিছু। তাই সত্যি তুই মরে গিয়ে ভালোই করেছিস মা।
শেহজাদ আমান
তবু যদি আমাদের বোনটা বেচে থাকতো,অনেক ভাল লাগতো !
নীলাঞ্জনা নীলা
মরে গিয়ে বেঁচে গেছে। নয়তো প্রশ্নবাণে আরোও যে কতোবার ধর্ষিত হতো, কে জানে!