একদিন বিকেল বেলা কয়েক বন্ধু মিলে রেল লাইনে হেটেছিলাম, আশেপাশের চমৎকার পরিবেশ ও গ্রাম্য প্রকৃতি আমাকে পাগল করেছিল, তারপর আরো কিছু পাগলের সাথে শলা-পরামর্শ করে বেড়িয়ে পড়ি রেল লাইনে হেটে হেটে গ্রাম বাংলাকে দেখার জন্য। এবং সিদ্ধান্ত নেই ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রেল লাইন ধরে হাটবো। এটাই ছিলো আমাদের রেল লাইন পরিকল্পনা, ইতিমধ্যেই আমরা চট্টগ্রাম পৌছে গিয়েছি ………….

ঢাকা থেকে চট্টগ্রাম যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।

আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি । প্রতি সপ্তাহে হাটা আমাদের দ্বারা সম্ভব
না হওয়ায় দীর্ঘ দিন লেগে গিয়েছিল চট্টগ্রামে আমাদের পৌছতে। যদিও দিনের হিসেব করলে পনের দিন লেগেছিল।

স্টেশনের অবস্থানঃ নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় অবস্থিত একটা স্টেশন।

(২) সামনে দিকে এই পথে আমাদের শুধুই হেটে চলা।

 

(৩) এই লিখা বলছে চট্টগ্রাম পৌছতে হলে আরো ২৫২ কিলোমিটার হাটতে হবে।

 

(৪) অনেকে বলে শূন্য লতা বা স্বর্ণ লতায় কোন ফুল হয় না, কিন্তু বাস্তবতা ভিন্ন।

 

(৫/৬) এই শিশুদের কার্যক্রম বুঝতে পারছেন তো?

 

(৭) ওই তো একটা ট্রেন আসছে। কিছুক্ষণ পর পর ট্রেন না দেখলে হাটতে টায়ার্ড লাগে।

 

(৮/৯) বহে সমান্তরাল, তেমনি চলে আমাদের হাটাও

 

(১০) রেল লাইন থেকে দূরের অজানা কোন গ্রামের দিকে লে গেছে একটা ছায়াঘেরা চমৎকার একটা মেঠো পথ।

 

(১১) অনেক হেটেছি, এবার একটু ঝাল মুড়ি খেয়ে নেওয়া যাক।

 

(১২) ফসল ঘরে তোলার আগে।

 

(১৩) ঝাল মুড়ির ঝাল দূর করার জন্য ভালো একটা পানির উৎস পাওয়া গেলো।

 

(১৪) আহ কি ঠান্ডা, একেবারে দুনিয়া শান্তি।

 

(১৫) আমাদের অতিক্রম করে ছুটে যাচ্ছে আরো একটা ট্রেন।

 

(১৬) সমতল থেকে এই এলাকার ট্রেন লাইনটা অনেক উঁচুতে।

 

(১৭) গাছের ডগায় মনের সুখে বসে গান গাইছে একটা বুলবুলি পাখি।

 

(১৮) জমিতে সেচ দিচ্ছেন দুজন কৃষক।

 

(১৯) এক সময় আমরা চলে এলাম রায়পুরার প্রধান স্টেশন মেথিকান্দায়। মেথিকান্দা নামটা পোষ্টারের কারণে মেথিকান্দ হয়ে গেছে।

 

(২০) মেথিকান্দা স্টেশনের জ্যোতিষ শহিদুল ইসলামকে হাত দেখিয়ে জেনে নিলাম আদৌ আমরা হেটে হেটে চট্টগ্রাম পৌছতে পারবো কিনা।

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ