একদিন বিকেল বেলা কয়েক বন্ধু মিলে রেল লাইনে হেটেছিলাম, আশেপাশের চমৎকার পরিবেশ ও গ্রাম্য প্রকৃতি আমাকে পাগল করেছিল, তারপর আরো কিছু পাগলের সাথে শলা-পরামর্শ করে বেড়িয়ে পড়ি রেল লাইনে হেটে হেটে গ্রাম বাংলাকে দেখার জন্য। এবং সিদ্ধান্ত নেই ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রেল লাইন ধরে হাটবো। এটাই ছিলো আমাদের রেল লাইন পরিকল্পনা, ইতিমধ্যেই আমরা চট্টগ্রাম পৌছে গিয়েছি ………….

ঢাকা থেকে চট্টগ্রাম যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।

আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি । প্রতি সপ্তাহে হাটা আমাদের দ্বারা সম্ভব
না হওয়ায় দীর্ঘ দিন লেগে গিয়েছিল চট্টগ্রামে আমাদের পৌছতে। যদিও দিনের হিসেব করলে পনের দিন লেগেছিল।

স্টেশনের অবস্থানঃ নরসিংদী জেলার রায়পুরা উপজেলার একটি স্টেশন।


(২) এই পথে আমাদের সামনে শুধুই এগিয়ে চলা


(৩) পথ চলায় আমাদের উৎসাহ যুগিয়েছিলো বুনো ঘ্রাণের এমন নানা রঙা ল্যান্টানা ফুলগুলো।


(৪) রেল লাইনে নানা সম নানা ডিজাইনের হয়ে থাকে, কতো ডিজাইন যে পাড়ি দিলাম তার ইয়ত্তা নাই।


(৫) সামনে তীক্ষ্ণ বাঁক।


(৬) ৩৫ নাম্বার ব্রীজ পাড়ি দিচ্ছিলাম যখন।


(৭) একটু গলা ভিজিয়ে নিয়ে শক্তি সঞ্চয় করে সামনে আগানো ভালো।


(৮) আরো একটা ব্রীজ। নিচে এটা পুরোনো ব্রহ্মপুত্র নদ।


(৯/১০) ব্রীজে উঠার পর ট্রেন চলে এলো, কি আর করা।


(১১) ব্রহ্মপুত্র নদে একটা বালু বোঝাই কার্গো।


(১২) চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাটু জল থাকে।


(১৩) আজকের আকাশে অন্য রকম রঙের খেলা।


(১৪) যান্ত্রিক অজগরটি আসছে তেড়ে।


(১৫) বহে সমান্তরাল।


(১৬/১৭) অনেক দিন পর পেয়ে কূপের শিতল জলে শরীর ঠান্ডা করে নিলাম।


(১৮) কাপড় ধোয়ার পর পানি নিংড়ানোর পুরোনো পদ্ধতি।


(১৯/২০) অবশেষে আমরা আরো একটা স্টেশন জয় করলাম, অর্থাৎ ভৈরব বাজার জংশনে পৌছে গেলাম।

***আগের পাঁচটি পর্ব এখানে দেখে নিতে পারেন

ঢাকা টু চট্টগ্রাম – শ্রীনিধি (স্টেশন নং –১৬)
ঢাকা টু চট্টগ্রাম – মেথিকান্দা (স্টেশন নং –১৫)
ঢাকা টু চট্টগ্রাম – হাটুভাঙ্গা (স্টেশন নং –১৪)
ঢাকা টু চট্টগ্রাম – খানাবাড়ী (স্টেশন নং – ১৩)
ঢাকা টু চট্টগ্রাম – আমীরগঞ্জ (স্টেশন নং – ১২)

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ