ঢাকা টু চট্টগ্রাম – ঘোড়াশাল (স্টেশন নং – ৯)

কামাল উদ্দিন ১৩ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০৮:৫৯:৩৫পূর্বাহ্ন ভ্রমণ ২৩ মন্তব্য

একদিন বিকেল বেলা কয়েক বন্ধু মিলে রেল লাইনে হেটেছিলাম, আশেপাশের চমৎকার পরিবেশ ও গ্রাম্য প্রকৃতি আমাকে পাগল করেছিল, তারপর আরো কিছু পাগলের সাথে শলা-পরামর্শ করে বেড়িয়ে পড়ি রেল লাইনে হেটে হেটে গ্রাম বাংলাকে দেখার জন্য। এবং সিদ্ধান্ত নেই ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রেল লাইন ধরে হাটবো। এটাই ছিলো আমাদের রেল লাইন পরিকল্পনা, ইতিমধ্যেই আমরা চট্টগ্রাম পৌছে গিয়েছি ………….

ঢাকা থেকে চট্টগ্রাম যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।

আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি । প্রতি সপ্তাহে হাটা আমাদের দ্বারা সম্ভব
না হওয়ায় দীর্ঘ দিন লেগে গিয়েছিল চট্টগ্রামে আমাদের পৌছতে। যদিও দিনের হিসেব করলে পনের দিন লেগেছিল।

স্টেশনের অবস্থানঃ এটা নরসিংদী জেলার অন্তর্গত পলাশ থানায় অবস্থিত একটা স্টেশন।


(২) ঘোড়াশাল স্টেশন পার হয়ে আমরা হাটতে থাকি চট্টগ্রামের দিকে।


(৩) দুইটি লাইন এক সময় এক লাইনে রূপান্তরিত হয়ে গেল।


(৪/৫) রাস্তার পাশে মাছ ধরার সরঞ্জাম।


(৬) ঘোড়াশাল পার হয়েই একটা অরক্ষিত রোড পারাপার।


(৭) তারপর তো এমন সবুজের ভেতর দিয়ে শুধুই হেটে চলা.......


(৮) রাস্তার ধারে ফুটে থাকা কিছু জংলী ফুল, এগুলোর পাশ দিয়ে হেটে গেলে বেশ একটা সুবাস ও পাওয়া যায়।


(৯/১০) ভোরের কুয়াশা ভেদ করে হেট লাইট জালিয়ে এগিয়ে আসছে একটা যান্ত্রিক অজগর।


(১১/১২) মাছের অপেক্ষায় থাকা দুটি কানি বক ও একটি মাছ রাঙ্গা।


(১৩) মাঝে মাঝে অন্যভাবেও হাটার চেষ্টা করা তো যায়ই 🙂


(১৪) তাল গাছে ঝুলছে বাবুই পাখির বাসা।


(১৫) গ্রীন সিগন্যাল পেয়ে আরো একটি ট্রেন আমাদের অতিক্রম করে চলে গেলো চট্টগ্রামের দিকে।


(১৬) ছাগল নিয়ে মাঠে যাচ্ছে একটি কিশোরি।


(১৭) একজন মাছ ধরছেন ভোরের ঠান্ডা জলে নেমে।


(১৮) অন্য একজনকে দেখলাম মাছ ধরার জাল নিয়ে কোথাও যাচ্ছে।


(১৯) রেল লাইনে অন্য রকম পাথর।


(২০) এক সময় আমরা পৌছে গেলাম জিনারদী স্টেশনে।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ