একবুক যন্ত্রণা আমার চোখে জল এনে দিতে পারেনা।

তোমাদের দোষ কি?

ভেতরের দহন অর্বাচীন,খালি চোখে দেখা যায়না ;

চাই হৃদয়ের স্বচ্ছ দূরবীন!

একাধিক বার পুড়েছে যে হৃদয়,সে কাঠ কয়লার পুড়বার ভয় কি?

প্রত্যুষে সূর্য পোড়ায়, রাতে দুঃখের তুষে!

অহর্নিশ ভাঙা-গড়া, রূপ-প্রতিরূপের আপোষে পোড়ায় কথার বিষে!

আজকাল বুঝে গেছি, লাভ কিছু নেই অভিশাপ পুষে।

শাপ-শাপান্ত ঈশ্বরের জন্য।

আমিতো এক নগন্য মাুনষ,

আমার সহ্যসীমা বাড়ানোর কৌশল অভিনব যেমন- সাপের খোলস।

দ্যাখো তোমরা, জীবনকে বাজি রাখতে আমার বাঁধেনা,

পিঠকে চাবুকের নিচে সপে দিতে বুক কাঁপেনা।

কেন কি জানো?

আমি জেনে গেছি, তোমরা আমাকে কখনো ভালোবাসোনি!

ভালোবাসাহীন প্রাসাদ আমার চাইনা; চাইনা তোমাদের বিড়াল তপস্যা!

আমাকে দণ্ড দাও, দাও অন্ধকার কুঠুরিতে পাথর চাপা!

আমার কষ্ট দেখে যদি তোমাদের বুকে ভালোবাসা জাগে,

নয়ন মুদিব অনুরাগে।

একগুচ্ছ ড্যাফোডিল ফুল এঁকে দিও এপিটাপে।

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ