
একবুক যন্ত্রণা আমার চোখে জল এনে দিতে পারেনা।
তোমাদের দোষ কি?
ভেতরের দহন অর্বাচীন,খালি চোখে দেখা যায়না ;
চাই হৃদয়ের স্বচ্ছ দূরবীন!
একাধিক বার পুড়েছে যে হৃদয়,সে কাঠ কয়লার পুড়বার ভয় কি?
প্রত্যুষে সূর্য পোড়ায়, রাতে দুঃখের তুষে!
অহর্নিশ ভাঙা-গড়া, রূপ-প্রতিরূপের আপোষে পোড়ায় কথার বিষে!
আজকাল বুঝে গেছি, লাভ কিছু নেই অভিশাপ পুষে।
শাপ-শাপান্ত ঈশ্বরের জন্য।
আমিতো এক নগন্য মাুনষ,
আমার সহ্যসীমা বাড়ানোর কৌশল অভিনব যেমন- সাপের খোলস।
দ্যাখো তোমরা, জীবনকে বাজি রাখতে আমার বাঁধেনা,
পিঠকে চাবুকের নিচে সপে দিতে বুক কাঁপেনা।
কেন কি জানো?
আমি জেনে গেছি, তোমরা আমাকে কখনো ভালোবাসোনি!
ভালোবাসাহীন প্রাসাদ আমার চাইনা; চাইনা তোমাদের বিড়াল তপস্যা!
আমাকে দণ্ড দাও, দাও অন্ধকার কুঠুরিতে পাথর চাপা!
আমার কষ্ট দেখে যদি তোমাদের বুকে ভালোবাসা জাগে,
নয়ন মুদিব অনুরাগে।
একগুচ্ছ ড্যাফোডিল ফুল এঁকে দিও এপিটাপে।
১৭টি মন্তব্য
বন্যা লিপি
গাঁথা অক্ষর সাজিয়ে যায় ব্যর্থ উপাখ্যানের শব্দাবলী…
আমি তীরে বসে লোনা সমুদ্রের ঢেউ ভাঙি…..
খাদিজাতুল কুবরা
বাঃ
কি সুন্দর চরণ দুটি।
ভালোবাসা এবং শুভেচ্ছা রইল আপু
ছাইরাছ হেলাল
অনন্ত হৃদয় জেগে থাকে ঘুমন্ত চোখে
নিঃশব্দের স্বপ্ন দেখে ফুলের ফুলে,
দু’চোখ মেলে মেলে।
খাদিজাতুল কুবরা
ভাইয়া আপ্লূত হলাম মন্তব্য পেয়ে,
“এত সুন্দর লাইনগুলো! ”
অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।
রেজওয়ানা কবির
কষ্ট দেখে ভালোবাসা জাগা উচিত।
ড্যাফোডিল ফুল পাওয়ার আশায় পথ চেয়ে আছি।
সুন্দর হয়েছে কবিতা আপু। শুভকামনা।
খাদিজাতুল কুবরা
ভালোবাসা নিও ছোটু। কষ্ট দেখে লোকের হাসি পায়, ভালোবাসা জাগেনা। এ হচ্ছে লেখকের অলীক কল্পনা!
রেজওয়ানা কবির
হুম আপু আসলেই মানুষ দূর্বলতা দেখে সসহানুভূতির বদলে ঠা্ট্টাই করে। আর আমরা লেখকরা অলীক কল্পনায়ই তো যখন যা মনে হয় তাই আঁকিবুকি করি। শুভকামনা আপু।
সৌবর্ণ বাঁধন
হৃদয়ের দহন এতো গভীরে থাকে কোন আলো পৌছায়না সেখানে! তবু পাথরে চাপা থাকলেও মানুষ বেচে থাকে মহাকাব্যের নায়কের মতো। এটাই নিয়তি। হয়তো এপিটাফে ড্যাফোডিল কখনো পায়না সে। তবুও পাথর চেপে থাকে প্রত্যাশায়। খুব চমৎকার কবিতা। শুভকামনা।
খাদিজাতুল কুবরা
আপনি একদম ঠিক বলেছেন। বেঁচে থাকা ও এক বিশেষ অর্জন।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।
শুভেচ্ছা সবসময়
রোকসানা খন্দকার রুকু
” ভালোবাসাহীন প্রাসাদ আমার চাইনা; চাইনা তোমাদের বিড়াল তপস্যা!
আমাকে দণ্ড দাও, দাও অন্ধকার কুঠুরিতে পাথর চাপা!” লাইন দুটোতে আটকে গেলাম। অশেষ ধন্যবাদ ও শুভকামনা।
খাদিজাতুল কুবরা
তোমার জন্য ভালোবাসা এবং শুভেচ্ছা সবসময়
হালিমা আক্তার
ভালোবাসা হীন প্রাসাদ যেন, খাঁচার দুয়ার খুলে দিয়ে শিকলে বেঁধে রাখার মতো। খুব সুন্দর লিখেছো। শুভ কামনা রইলো।
খাদিজাতুল কুবরা
বাঃ
চমৎকার বলেছেন আপু। প্রাসাদগুলো বেশিরভাগ ভালোবাসাহীনই হয়
ধন্যবাদ আপু। শুভেচ্ছা জানবেন
সাবিনা ইয়াসমিন
যে ভালোবাসা হৃদয় পর্যন্ত পৌঁছুতে পারে না সেটা ভালোবাসা নয়। একজনের কাছে সেটা মেকি আর অন্যের কাছে স্বার্থপূরণের বস্তু। দরকার নেই এসব মিথ্যা ভালোবাসা নামের অনাচার।
শুভ কামনা 🌹🌹
খাদিজাতুল কুবরা
সত্যি দরকার নেই মেকি ভালোবাসার।
খুব সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।
শুভেচ্ছা রইল।
নিতাই বাবু
“একাধিক বার পুড়েছে যে হৃদয়,সে কাঠ কয়লার পুড়বার ভয় কি?”
কবির ভেতরের ভাবনা, রেখে গেলাম শুভকামনা!
খাদিজাতুল কুবরা
অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন দাদা।