ডেথ সেন্টেনস্

খাদিজাতুল কুবরা ২ অক্টোবর ২০২২, রবিবার, ০৩:৪৯:৫০অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

আমি কারাগার পাহারা দিই,

অথচ আমার ভেতরে ও আছে এক ভয়ঙ্কর প্রিজন,

রাতের অবধারিত স্বল্প মেয়াদি মৃত্যুর পর,

জেগে উঠি সূর্যের সাথে শান্তিচুক্তি মোতাবেক।

প্রতিটি অনাহুত ভোরের সাথে দেখা হয় কথা হয়,

সে এগিয়ে দেয় একটি সমন,

তাতে লেখা থাকে আমার ডেথ সেন্টেনস!

ডেথ সেন্টেনস ঘাড়ে নিয়েই আরো কিছু জীবন পাহারা দিই,

অদ্ভুত এই মেলানকোলিয়ার জীবনচক্র।

মৃত্যুর রায় লিখে জজসাহেব অট্রহাসে!

তিনি জানেন এ মৃত্যুর শেষ নেই।

দেহের ক্রোধ-অভিশাপ জন্ম দেয় অগ্নুৎপাত!

একদল মূর্খ নীতি নির্ধারক তখনো কপচায়-

তারা বড় ধার্মিক।

আরে ডেথ সেন্টেনস ঘাড়ে নিয়ে,

আগ্নেয়গিরি পুষে দেখ্!

একশত বার তওবা পাঠের মুসলেকা দিয়ে-

নেমে পড়বি পাঁকে।

কাকে কি বলছি বিষন্নতার ঝোঁকে?

আমিই যার পাহারাদার সে আমার মৃত্যদন্ড লিখে!

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress