ডি এইচ আর মাহমুদের কবিতা

ডি এইচ আর মাহমুদ। ৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ০৪:৩৭:৪০অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

বলতে পারিনা
ডি এইচ আর মাহমুদ।

 
তোমার দু'চোখের প্রলের পাল্টে গ্যাছে
শীতল হয়ে গ্যাছে ভালোবাসার তপ্ত রক্তকণা।
তোমার চোখে তাকালে আর স্বর্গ দেখিনা
দেখিনা প্রণয়,
দেখিনা আমার জন্য হাজার বছরের অপেক্ষা শেষে হিরক কণার ন্যায় গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়া।

 
আজকাল ভেজা চুল শুকোতে আসোনা ছাদে
পাথর ছুঁড়ে মারোনা আমার বদ্ধ জানালায়
ইশারায় ডাকোনা
সাঁঝের বেলা বিদ্যুৎ চলে গেলে পরে,
মোমবাতি হাতে নিয়ে আসোনা বারান্দায়।
গুনগুনিয়ে গাওনা প্রিয় গানের কলি অথবা কবিতা।

 
প্রতিদিনকার মতো ভালোবাসি লিখে রঙিন চিরকুটখানা উড়োজাহাজ বানিয়ে উড়িয়ে দাওনা তোমার জানালার পর্দা সরিয়ে,আমার জানালা হয়ে পরে বিচানায়।
তোমার আমার অবিচ্চেদ্য সম্পর্কে ফাঁটল ধরেছে।
জানি প্রেম অবশেষে এমনই হয়।
তাই বুক ছিড়ে বেরুইনা ব্যাথার দীর্ঘশ্বাস
কান্নার রোলে রোধ হয়না কন্ঠ
দুঃখও পাইনা তেমন একটা।

 
তবে বুকের ভেতর কেমন জানি করে-
বলতে পারিনা!!

রচনাকালঃ 07/01/2009

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন