ডিসলেক্সিয়া

সাফায়েতুল ইসলাম ১৯ ডিসেম্বর ২০২০, শনিবার, ০৪:০৮:৫৭অপরাহ্ন স্বাস্থ্য বার্তা ১৫ মন্তব্য

আমাদের শেখার সক্ষমতা দিনকে দিন কমে যাচ্ছে। এটি এক ধরনের ভয়ংকর রোগ, ইংরেজিতে যাকে বলা হয় ‘ডিসলেক্সিয়া’।

সকল প্রকার ডিজিটাল যন্ত্রের ক্রমবর্ধমান আগ্রাসনের ফলে নতুন প্রজন্মের মধ্যে ডিসলেক্সিয়ার বিস্তার ঘটছে। বিশ্বময় যে জ্ঞানভিত্তিক সমাজ ও নলেজ–ইকোনমির বিকাশ প্রত্যাশা করছে, তা হতাশায় পর্যবসিত হচ্ছে।

মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক মার্ক টোয়াইন বলেছিলেন; ‘যে লোক পড়তে জানে কিন্তু বই পড়ে না, তার সঙ্গে যে লোক পড়তেই জানে না, তার কোনো তফাত নেই।’

অতিরিক্ত ডিজিটাল মিডিয়ার আসক্তিতে মানুষের ‘অ্যাটেনশন স্প্যান’ কমে যাচ্ছে। আমরা পড়ছি কম, দেখছি ও শুনছি বেশি। আমাদের মহামূল্যবান মস্তিষ্কটিকে অকর্মণ্য করে তোলার বিশাল একটি ষড়যন্ত্র কাজ করছে।

পৃথিবীর অন্য দেশে যা কিছু হতে থাকুক আমরা কি আমাদের ছেলেমেয়েদের অন্যভাবে বড় করতে পারি না, যেন তার সঙ্গে দেখা হলেই জিজ্ঞাসা করতে পারি ‘তুমি এখন কী বই পড়ছ ?’

৫০৬জন ৩৯৮জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ