ডিঙি মারা সময়

ছাইরাছ হেলাল ১৫ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ০৫:৪৪:৫৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

 

রাত্রির নিস্তার নেই, নিস্তার দিচ্ছে না,
লেখারা লেখা লিখে যাচ্ছে সময়ের কথকতা,
কেউ জানুক, পড়ুক, দেখুন, বা না;
সময় দাঁড়িয়ে আছে ডিঙি মেরে, মুখোমুখি;

রাজ দক্ষিণার অজস্র উপঢৌকন!
হিশেবে রাখি-না, চাই-ও-না;
পণ্ডশ্রমের মত হামেশাই লিখে যাচ্ছি
নিরাল যখন দিবা-রাত্রি;

সময়ের গুণ কীর্তনের নিকুচি করে,
ব্যঞ্জন-হীন পলান্নতে অ-রাজি নই,
রেয়াজহীন রীতিনীতিতে-ও;
ভব্যতা-হীন বে-রহম হৃদয়-উৎপাতে
থেমে যেতে পারিনা, থামি-ও-না।

দুর্জ্ঞেয় রহস্যের পুল-সিরাত সে আমি
পেরিয়ে যাব অসীম আলস্যে, সহসাই পেরিয়েছি,
তাঁর ই একান্ত ইচ্ছেতে;

ছবি নেটের।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ