ডাক পিয়ন//

বন্যা লিপি ৪ মার্চ ২০১৯, সোমবার, ১০:২০:২৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

দিনান্তের শেষে জানালার আলোটুকু এসে পায়ের কাছে লুটোপুটি আদুরে পরশ বুলিয়ে দিচ্ছে। জানালার গ্রীলে চড়ুইটা ইচ্ছে মতো কিচির মিচির করে আলাপ জুড়তে চাইছে যেন। ওপারে খোলা প্রান্তরে নামছে আঁধারের নিমন্ত্রন।স্মৃতী গুলো এলোমেলো হাওয়ায় এসে বড্ড নাড়া দিচ্ছে মন আকাশ।শরতের আকাশের মতো ভেসে বেড়াচ্ছে সাদা পালকের মতো মনের নীল জুড়ে। কখন যেন গোত্তা খাওয়া রঙীন ঘুড়ি হয়ে যায়!!

সবুজ ঘাসের বুকে আছড়ে পরে সুতো কেটে।বিলি কেটে কেটে সাঁতার কাটে, বুকের ভেতরে শান্ত জলাধারের মাঝখানে।

চোখের শার্শিতে বছর জুড়ে কুয়াশা থাকে। থাকে - ঝাপসা হয়ে যাওয়া নামের গল্প।

ডাক পিয়নের ঠিকানা জানা নেই, জানা নেই....তাঁর অসুখ করেছে কিনা!! ঝোলার ভেতরে রাশি রাশি হলদে খাম নিয়ে, আর দেখিনা তাঁকে কোথাও!!

কোথাও দেখিনা তাঁকে। মাঝ দুপুরের রোদ্দুরে ছাতাহীন দুয়ারে দুয়ারে ঠিকানা মেলাতে।

একটা চিঠি'র মালিককে খুঁজে পাইনি। স্মৃতী'র খুব গোপন প্রকোষ্ঠে, বড় যত্নে রেখেছি তাঁরে গোপনে। রাখেনি সে কোনো ঠিকানা, কোথাও রাখেনি। হারালো সে কিচ্ছুটি না বলেই। ঝাঁ ঝাঁ রোদ্দুর মাথায় নিয়ে, খাঁকি জামা গায়ে ফি হপ্তাহ পৌঁছে দিতো --- পিয়ন কাকা, তাঁর লেখা নীল খামে চিঠি।

তাঁর হাতের লেখা বড় ভালো ছিলো। কত কিযে লিখতো!!! কখনো হিন্দী'তে --- আবার বাংলাটা বুঝিয়ে লেখা লম্বা চিঠি।

কখনো বলেনি সে......... .............কখনো লেখেনি সে "ভালোবাসি "।

লেখেনি....... "তুমিই আমার চিঠি লেখা প্রথম মেয়ে বন্ধু! "চিঠি গুলো যেতো অন্য ঠিকানায়।সে ঠিকানাচ্যুত হলো, ঠিকানা না রেখেই ঠিকানা হারালো সবটুকু!!স্মৃতীরা আজো ডুঁকড়ে ফেরে।

ডাক পিয়ন দেখিনা আর কোথাও।

কাকে শুধাই? কার কাছে পাই তাঁর ঠিকানা? আজো কি তাঁর মনে পরে এই আমায়? কাঁচা হাতে লিখতাম ভুলে ভরা কত চিঠি তাঁকে!!

সে দেখতে চেয়েছিলো........ এই আমি দেখতে কেমন? তাঁর যে দেখাই হলোনা এই আমায়!!!

আজ বুঝি তাঁর অনেক বেড়েছে বয়স তাঁর? আমিও যে আর কিশোরীটি নেই!!!

চুলে এখন পাক ধরেছে, বলিরেখায় স্পষ্ট হয়ে আছে আয়নাটা। চোখের আঙিনায় কাঁচের দেয়াল। খালি চোখে রংটাও বুঝিনা ভালো, গোধূলী ঘনায়ে এলে!!

দুনিয়াটা নাকি গোল?

খুব কি বেশি বড়?

শেষ বিদায়ের ঘন্টা যে বেজে এলো!! তাঁর ঠিকানা কি আর হবে পাওয়া? কি নাম যেন ছিলো তাঁর? বুঝি বয়সটা ভালোই বেড়েছে!!

থাকুক তবে সে গোপন হৃদ প্রকোষ্ঠে। বৃষ্টির আশায় যেমন চেয়ে থাকে চাতক!!

খুঁজে ফিরি আজো ------- আসে যদি কোনো ডাক পিয়ন!!!!!!!!

 

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ