ডাক পিয়নের চিঠি এলো//

বন্যা লিপি ৪ অক্টোবর ২০১৯, শুক্রবার, ০৩:২২:৩৬অপরাহ্ন কবিতা ৩০ মন্তব্য

বিভক্ত বর্ণমালায় ঠাঁসা এক চিঠি
এলো আচমকা।
ডাকপিয়ন ভুল করে ভুল পথেই
ঠিকঠাক নিয়ে এলো বিচ্ছেদের কালিতে লেখা এক চিঠি।
নিমিষেই ভেঙে যায় সব যত্নে গড়া
অক্ষরের বায়না।
এ নয় কল্পনা রাজ্যের ভাষা।
বাস্তবতার কালিতে লেখা নিয়তি।
নিয়তি নিয়ে এলো অঝর বৃষ্টির নোনা স্রোত।
প্রতি মুহুর্তে মৃত্যু হয় ইচ্ছের।
প্রতি মুহুর্তে বন্ধ হয় আটকে থাকা বুকের নিঃশ্বাস। প্রতিক্ষনে বেঁচে থেকে মরে যাওয়ার মতো অবগমন।
বাকি পরে থাকে অগনিত পৃষ্ঠাওল্টানো বইএর পাতা পড়তে চাওয়া।
কাগজের রঙ গোলাপী না আকাশি, তা বিবেচ্য নয়।
অক্ষরগুলো কালো।
অমোঘ নিনাদের মতো প্রতিষ্ঠিত শব্দরাশির বায়নাপত্র।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ