ঠাডা

ইঞ্জা ১৩ মে ২০১৬, শুক্রবার, ১২:৩২:০৮অপরাহ্ন পরিবেশ ৩০ মন্তব্য

ঠাডা (বজ্রপাত) পড়ে ৩৫ জন নিহত আবার কোন কোন চ্যানেলে বলছে ২৫ জন (আল্লাহই জানে সঠিক কোনটা), পৃথিবীর সর্বউচ্চ সংখ্যক মানুষ এই ঠাডাতে মরে বাংলাদেশে যার কারণ মানুষের মাঝে এই বিষয়ে কোন জ্ঞান না থাকা যা খুবই সাধারণ জ্ঞান সবার জানা উচিত।

ঠাডা বা বজ্রপাত সাধারণত এই দেশে বৈশাখ জৈষ্ট মাসে বেশি পড়ে যার কারণ কালবৈশাখি ও সঞ্চরণশীল মেঘমালা আর এ থেকে বাঁচার সাধারণ জ্ঞান গুলো মেনে চললে হতাহত থেকে বাঁচা যায় যাহা নিম্নরূপ ঃ

যখন ঠাডা, বজ্রপাত ও বজ্রবৃষ্টি হয়ঃ

১) যদি ঘরের বাহিরে থাকেন তখন চটজলদি নিকটস্থ কোন দোকান বা ঘরের মাঝে আশ্রয় নিন।

২) কোন গাছ এবং থামের নিচে দাঁড়াবেন না কারণ এগুলো বিদ্যুৎ পরিবাহী হয়।

৩) কোন মাঠ বা খোলা জায়গা হলে দৌড়াবেন না বা দাঁড়িয়ে থাকবেন না এতে ঠাডা বা বিদ্যুৎ (বজ্রপাত) সরাসরি আপনার গায়ে এসে পড়বে।

৪) মাঠ বা খোলা জায়গায় গুটিসুটি মেরে বসে থাকুন বা থাকতে হবে যাতে ঠাডা আপনাকে খুঁজে না পায়।

আসা করি আপনারা সবাই সবাইকে এইসব নিয়ম সম্পর্কেকে অবহিত করবেন আর নিজেরাও মেনে চলবেন।  -:-

 

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ