
বেসিনের আরশিতে আমি আমার বিশ্রী বদন খানি আনমনে দেখছি আর ব্রাশে টুথপেস্ট নিচ্ছি। ব্রাশে পেস্ট নেওয়া শেষ হলো তবুও আমার বদনখানি দেখা শেষ হলো না। দেখছি তো দেখছিই। কি জানি কি এতো দেখছি! যা হোক আরশিতে তাকিয়ে থেকেই ব্রাশ নিলাম মুখে।
কি হলো! টুথপেস্টের স্বাদ এমন লাগছে কেনো? ভোরে যখন ব্রাশ করলাম তখনও তো ঠিকই ছিলো। সারাদিনে স্বাদ চেঞ্জ। ব্যাপারটা তো অদ্ভুত মনে হচ্ছে! পেস্টের স্বাদ চেঞ্জের রহস্য উদঘাটন করতে হবে দেখছি।
আমি তখনও নিজেকেই দেখছি। এবার দাঁতের সামনের দিকের দিলাম এক ঘোষা।
ওয়াক!! কি বিচ্ছিরি
এবার আরশি থেকে চোখ সরিয়ে ব্রাশের উপর রাখলাম। এ তো দেখছি শুধু স্বাদই বদলে যায় নি রঙও বদলে গেছে। সাদা রঙের টুথপেস্ট হয়ে গেছে গোলাপী!! এ এক অদ্ভুত না না শুধু অদ্ভুত নয় অদ্ভুতুড়ে কান্ড বাপু।
হঠাৎ চোখে পড়লো গোলাপী রঙের মেরিল হ্যান্ডওয়াশ। তারমানে আমি টুথপেস্ট নয় হ্যান্ডওয়াশ লাগিয়ে নিয়েছি ব্রাশে।
ওরে আল্লাহ….
ওয়াক….!!
তারপর আর কি…..
২৩টি মন্তব্য
আরজু মুক্তা
হা হা। কোয়ারেন্টাইন বিড়ম্বনা।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা একদম
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
শামীম চৌধুরী
আপনার বয়স কত ছিলো যখন হ্যান্ডওয়াশ লাগালেন? এত আনমোনা হলে চলবে কি করে? এত সুন্দর রান্না করেন। কবিতা আবৃত্তি করেন। তারপরও আনমোনা আপু? হা হা হা…। আপনি তো ওয়াক থু করে ফেলে দিতে পেরেছেন। আমিতো খেজুররের রস ভেবে কেরোসিন তেল খেয়ে ফেলিছিলাম।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ফয়জুল মহী
হা হা তারপর ওয়াক ।
সুরাইয়া পারভীন
হা হা হা
ধন্যবাদ অশেষ
ছাইরাছ হেলাল
এত এত আরশি দেখার কী আছে!
ওহ বুঝছি, ওই যে দাঁত-প্রেম।
তাও ভাল হ্যান্ড ওয়াশের উপ্রে দিয়ে গেছে!
এমন লেখা অভ্যাসে রাখুন।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
হুম চেষ্টা করবো
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
হালিম নজরুল
মাত্র কয়দিন আগে তরকারি রান্না করতে গিয়ে লবন ঠিক হল কি না দেখলাম। এক ঢোক খাওয়ার পর মনে হল আমি রোজা আছি।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
জাকিয়া জেসমিন যূথী
হাহাহা! খুব মজা পেয়েছি।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
কামাল উদ্দিন
হ্যান্ড ওয়াশ দিয়ে দাঁত ওয়াস করা যাবেনা এমন কোন নিয়ম কি আছে আপু?
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
কামাল উদ্দিন
আপনিও ভালো থাকুন সব সময়।
তৌহিদ
এরকম হয় মাঝেমধ্যে। মনের ভুলে মানুষ কতকিছুই করে। ব্যাপারনা।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ইসিয়াক
ইশ !কি একটা অবস্থা বলুন দেখি আপু?
যা হোক ঘরে থেকে থেকে সবারই মনোজগতের উপর চাপ বাড়ছে ।
সব অমানিশা কেটে গিয়ে আলোর দিন আসুক। পৃথিবী আবার সুস্থ হয়ে যাক। আমরা আবার ব্যস্তহয়ে পড়ি নিজ নিজ কাজে।
শুভকামনা রইলো।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ইনশাআল্লাহ সমস্ত অমানিশা কেটে যাবে
সুপর্ণা ফাল্গুনী
এমন ভুলভাল কিন্তু আমার এখন প্রায়ই হয় , করোনার আগে থেকেই তবে সেটা হালকার উপর ঝাপসা মারে। ধন্যবাদ আপনাকে। মজা পেলাম
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদিভাই
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সঞ্জয় মালাকার
পড়ে মজা পেলাম,
ভালো থাকবেন দিদি শুভ কামনা।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়