তুমি যাবে, যাবে ভাই,
যাবে মোর সাথে টুঙ্গিপাড়ায়,
যেথায় ঘুমিয়ে আছে স্বাধীনতার জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
যেখানে আছে তার স্মৃতি বিজড়িত মধুমতী নদী
আর যেখানে করছে স্নান
সেই স্থান গুলো দেখবে
জনক খেলেছে যেথায়
সেই স্থান গুলো দেখবে ।
দেখবে তাঁর স্পর্শ লেগে থাকা টুঙ্গিপাড়ার প্রকৃতির সৌন্দর্য
যাঁর গান শুনেছে হাজারো পাখির দল
সেই পাখিদের তুমি দেখবে
আরো স্মৃতি বিজড়িত শেখ বাড়ি খানা
যেখানে মুজিবের কেটেছে শৈশব কৈশোর
দেখলে ভাই তোমার মন জুড়াবে
চল না ভাই,
চল যায় টুঙ্গিপাড়ায়।
রচনাকালঃ
০৮/১২/২০২০
৪১৮জন
৩৩৪জন
১২টি মন্তব্য
তৌহিদ
তুমি যাবে ভাই যাবে মোর সাথে
আমাদের ছোট গাঁয়…
জসীমউদ্দীনের লেখাটি পড়েছেন?
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা। ভালো থাকুন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
না তো
কবিতার নাম কি একটু বলবেন।
শুভকামনা রইল প্রিয় পাঠক
তৌহিদ
নিমন্ত্রণ, কবি জসীম উদ্দীন।
পড়বেন, চমৎকার কবিতা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক আছে পড়ব
শুভকামনা রইল সতত প্রিয়
সুপর্ণা ফাল্গুনী
বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়ায় যাবার আমন্ত্রণ, সেখানকার সুন্দর বর্ণনায় কবিতাটি ভালো লেগেছে।
বিনম্র শ্রদ্ধা রইলো জাতির পিতার প্রতি।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সদা প্রিয় পাঠক
শুভকামনা
বোরহানুল ইসলাম লিটন
বেশ চিত্তছোঁয়া নিবেদন।
মুগ্ধতা ও ভালোলাগা একরাশ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
পড়ার জন্য ধন্যবাদ
ভালো থাকুন সদা প্রিয় পাঠক
শুভকামনা রইল নিত্য
রোকসানা খন্দকার রুকু
বিনম্র শ্রদ্ধা রইল॥
শুভ কামনা ভাই।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
আরজু মুক্তা
বিনম্র শ্রদ্ধা
জাহাঙ্গীর আলম অপূর্ব
ভালো লাগল আপনার মন্তব্য পেয়ে
ভালো থাকুন সদা
শুভকামনা রইল