টাটিয়ে চড়

মনিরুজ্জামান অনিক ১৭ মার্চ ২০২১, বুধবার, ১০:০৯:৩৫অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

দু-গালে  টাটিয়ে দু-চড়,

তারপর -

চুপচাপ নিরব দর্শক

যে যার কাজে লাগাম আঁটে।

 

সার্কাস শেষে,

জুয়াড়ি আপাতত কর্মশূন্য।

দু’ফোটা চোখের জল সম্বল, 

শুষে নেয় রাস্তার ধূলোকণা আর

মাথার উপর টাঙানো বায়বীয় আয়না।

 

টোকাই হেঁটে যায় যেতে হবে তার,

রুটিটা নিতে পারেনি..

শেষ চেষ্টায় হেরেছে আবার।

ঘরে বসে আছে উৎসুক কিছু চোখ..

কিছুটা খাবার গলায় নামুক।

 

বারবার ফিরে আসে খালি সে হাতে...

বৃত্তের পথধরে পুরনো বিন্দুতে।

জলের তো সব একই দাম..

হোক জমজম হোক নোনা ঘাম।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ