ঝিলের জমিন

সুপর্ণা ফাল্গুনী ৬ জানুয়ারি ২০২১, বুধবার, ১২:০০:০৪পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য

ঝিলের জলে শাপলা-শালুকের সন্তরণ,

মাছেরা খেলে আপন মনে;

মাছরাঙা যমের বেশে বসে আছে ছিপ ফেলে একমনে।

শুকনো পাতার সারিবদ্ধ লাশ ভেসে যাচ্ছে অজানা ঘাটে।

ঝিল-ক্যানভাসে নিচু মেঘের আকাশটা,

ছুঁয়ে যায় যেন তুলির আঁচড়ে মর্ত্যের আঁচল।

পূর্ণাঙ্গ মুখাবয়বের ছায়া এঁকেছে কোন সে মন-কারিগর?

উত্তরের মলয়ে জমে যাওয়া সুখস্মৃতি-

কোন সে কাব্য-উষ্ণতায় ছুঁয়ে যায়?

ফুলশয্যা সজ্জিত ক্ষিতিজ-শাখে বিহঙ্গ-বিহঙ্গী অভিসার রচে।

পদ্ম-পাতার ভেলায় ডাহুক, দোয়েলের দিনমান পারাবার;

কৃষ্ণচূড়ার লাল পাড়ে ঝিলের জমিন হয়ে উঠে দৃষ্টিনন্দন।

 

ছবি-গুগল

রচনাকাল-২৩শে নভেম্বর ২০২০

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ