
=============================
মাথার চুলগুলো গুণতে বসে
দেখি তারাগুলো হাসে-
গরু, ছাগল তারাও বুঝে গা ঘামা নুনটা
শুধু নকগুলো বুঝে না-
ঝালের মর্মকথা বেদনা।
ভয়ের কথা সাহজ যুগে-
ভয় থাকে নিদুকে- উড়ে মিশে বাতাসে
সুঘ্রাণ নিতে আসি যদি-
হিসাব দিবে নাকো চুকে;
হিসাবের খাতা রেখ না বিষযুক্ত বিছেনা
হাসতে- হাসতে মরে যাবে
ছিরাকাঁথা জোছনা; কুকুর, বিড়াল দেখে না
আঙ্গীনা জুড়ে মাছ- মাংস থৈ- থৈ-
জলের সাথে পিরিতিটাও নিভু নিভু থাকে!
অতঃপর নক বুঝে না ঝালের মর্মকথা বেদনা।
০৪ শ্রাবণ ১৪২৬, ১৯ জুলাই ২০
————————–
১৭টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ঝালের মর্মকথা মাথার উপ্রে দিয়ে গেল। ভালো লিখেছেন তবে। শুভ কামনা রইলো কবি ভাইয়া
আলমগীর সরকার লিটন
সুপর্ণা দিদি -তবে কি ?
প্রকাশ করেননি
সুপর্ণা ফাল্গুনী
ভালো লিখেছেন সেটাই বললাম ভাইয়া
আলমগীর সরকার লিটন
মনে হয় না কারণ “ভাল লিখেছেন তবে” ভাবটা কেমন জানি লাগল
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া তাহলে তো প্রশ্নবোধক বা বিস্ময় চিহ্ন দিতাম। তবে টা মনে হয় ভুল বসত হয়ে গেছে।
সুপর্ণা ফাল্গুনী
লেখাটা অতোটা বুঝিনি তবে ভালো লিখেছেন সেটাই বুঝাতে চেয়েছি
আলমগীর সরকার লিটন
জ্বি দিদি ঠিক আছে আমি ওটাই বুঝতে পারছি আপনি আতোটা বুঝেন নি
সমস্যা নেই ভাল থাকুন
ফয়জুল মহী
সুবচন , সুনিপুণ রচনাশৈলী।
আলমগীর সরকার লিটন
জ্বি মহী দা
অশেষ ধন্যবাদ জানাই জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ভালো লেগেছে। ধন্যবাদ ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি আলম দা
অশেষ ধন্যবাদ জানাই জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আবারো ধন্যবাদ ভাইয়া।
নিতাই বাবু
কে শুনে কবির কথা! স্বার্থের জন্য সবাইর এখন মাথাব্যথা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি নিতাই দা
অশেষ ধন্যবাদ জানাই জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
নিতাই বাবু
আপনিও ভালো থাকবেন, শ্রদ্ধেয় দাদা। শুভকামনা থাকলো।
সুরাইয়া নার্গিস
বাহ্! চমৎকার লিখছেন দাদা।
রিতিমতো মুগ্ধ হলাম, আরো ভালো লিখুন।
শুভ কামনা রইল।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি নার্গিস আপু
অশেষ ধন্যবাদ জানাই জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–