ঝালের মর্মকথা বেদনা

আলমগীর সরকার লিটন ২০ জুলাই ২০২০, সোমবার, ১০:১৬:০০পূর্বাহ্ন কবিতা ১৭ মন্তব্য

=============================
মাথার চুলগুলো গুণতে বসে
দেখি তারাগুলো হাসে-
গরু, ছাগল তারাও বুঝে গা ঘামা নুনটা
শুধু নকগুলো বুঝে না-
ঝালের মর্মকথা বেদনা।

ভয়ের কথা সাহজ যুগে-
ভয় থাকে নিদুকে- উড়ে মিশে বাতাসে
সুঘ্রাণ নিতে আসি যদি-
হিসাব দিবে নাকো চুকে;
হিসাবের খাতা রেখ না বিষযুক্ত বিছেনা

হাসতে- হাসতে মরে যাবে
ছিরাকাঁথা জোছনা; কুকুর, বিড়াল দেখে না
আঙ্গীনা জুড়ে মাছ- মাংস থৈ- থৈ-
জলের সাথে পিরিতিটাও নিভু নিভু থাকে!
অতঃপর নক বুঝে না ঝালের মর্মকথা বেদনা।

০৪ শ্রাবণ ১৪২৬, ১৯ জুলাই ২০
--------------------------

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ