ঝরাপাতা

মোঃ মজিবর রহমান ২৮ অক্টোবর ২০২০, বুধবার, ১০:৫৩:১১অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

যদি
না দেয় দুধ
না থাকে আবেদন
প্রয়োজন নিঃশেষ।

ছেড়ে দাও
আগামীদের স্থান
গেয়ে যাক মানবতার গান।

রেখনা অযথা দখল
ফুল্ফুটাতে দাও
আগমনীর বারতা।

প্রয়োজন না থাকে
শব্দ যদি না গাঁথ
স্ফুলিং না ফোটে।

বুঝে নিও গভীরতায়
তোমার ফুলে গন্ধ নায়
গুটিয়ে নাও তোমা হতে।

না রাখিও তপ্ত কষ্ট
বুক ফারাক চল
তৃপ্ত বুকে ব্যথাহীন।

কোন এক পড়ন্ত
অসহায় এসেছিল এখানে
ছিলো ভালো বেসে।

গেল কেটে সাতটি 
জিবন ক্ষয়ে বছর
কিছুই নায় দিবার!

রান্না তেজপাতা পা’তলে

প্রয়োজনহীনতায় পিষ্ঠ

অচল বেদামী মুল্যহীন।

৭৭৪জন ৬৫১জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ