জড় পাথরের মূর্খ বিবেক

তৌহিদুল ইসলাম ১৫ জানুয়ারি ২০২১, শুক্রবার, ০৬:৪০:২৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য

করোনা টিকার অন্যতম আবিস্কাকারক আমেরিকান ফাইজার (Pfizer) কোম্পানির কর্ণধার চার্লস ফাইজার নাকি একজন তুর্কি মুসলিম! এমনই গালগপ্পের মাতামাতি নিয়ে অনলাইনে এখন ট্রাফিক জ্যাম লেগেছে কে কার আগে এসব শুনবে। সবাই যেন একটু বিনোদন চায়। আচ্ছা বক্তাদের ভ্যা ভ্যা এর ঠেলায় তাও না হয় মেনে নিলাম। তবে কথা হচ্ছে ফাইজারকে তুরস্কেরই মুসলিম বানাতে হবে কেন? ভিডিও দেখুন-

কথায় কথায় যারা ইসলামতন্ত্রের আদর্শ দেখাতে সৌদির উদাহরণ টেনে আনে তারা দুবাই, কাতার, ইরান আরো কত কত মুসলিম দেশ আছে এদের কথা না বলে তুরস্কের কথাই তাদের মুখ দিয়ে উচ্চারিত হবার পেছনে আসলে রহস্য কি?

এর কারন হলো বক্তা বাণিজ্যের আকালে পকেটে টান পড়ায় বিরহ যাতনার দুঃস্বপ্নে এরদোয়ানের রোহিঙ্গা প্রীতির সাথে একাত্মতা ঘোষণা করে মসজিদে মসজিদে চাঁদা তোলার সেই সোনালি অতীত বক্তারা এখনও ভুলতে পারেনি। সময়ের পরিক্রমায় বাতাসের গতিবেগ পরিবর্তিত হয়ে তুর্কি চামড়ার বর্মবাণী আমাদের কাছে বিষবৃক্ষ হয়ে ধরা দিয়েছে। ফলশ্রুতিতে এদেশে এরদোয়ান চাচার ফ্যান ফলোয়ারের ব্যাপক ঘাটতি পরিলক্ষিত হচ্ছে আজকাল।

বেচারা এরদোয়ান চাচাও পড়েছেন দৈব বিপাকে। বড়মুখ করে এরদোয়ান চাচী এদেশ সফরে এসে রোহিঙ্গাদের কান্নায় কান্দিত হয়েছিলেন। একদিকে এরদোয়ান চাচীর আঁখোকি আসুর মান রক্ষা অন্যদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনে এদেশকে সহায়তা করতে চাওয়া চাচার সেই মিথ্যে আশ্বাসের বাণী ইতোমধ্যে চাচাকে প্রহসনের মুর্তি হিসেবে বাঙালির কাছে দাঁড় করিয়েছে।

বাঙালি কখন কি খেতে পছন্দ করে এটা এরদোয়ান চাচার এদেশীয় পরিষদ ভালো করেই জানেন। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পন্থা হলো এদেশের লাখো ভক্তকুল শিরোমণিদের মুখ নিঃসৃত বাণীতে মোহময় তুরস্ক ফ্লেভার মিশিয়ে আকাশে বাতাসে স্প্রে করা। প্রমাণ হচ্ছে - মুর্খের ভ্যা ভ্যা শুনে যখন সমাজের শিক্ষিত লোকেরাও বলে ওঠে-- ঠিক! ঠিক! (ভিডিও ক্লিপটি যারা দেখেছেন তারা শুনেছেন নিশ্চিত)

অবস্থার প্রেক্ষিতে বলতেই হয়, ফাইজার ইজ দ্যা সিক্রেট অফ টার্কিশ মানী প্রেমী হেপোক্রেট বঙ্গ বক্তাজ। তাহলে কি সৌদি তাদের পকেটমানি কমায় দিলোনি ভাইলোক? জড় পাথরের বিবেক যখন খাঁচায় বন্দী হয়ে মূর্খতার স্বরূপে প্রকাশিত হয় মস্তিষ্ক তখন অনাহারক্লিষ্ট বিষণ্ণতায় আবোলতাবোল বকবে এটাই স্বাভাবিক।

ফাইজার পরিচিতি-

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ