নারিকেলের চিরল পাতার
ফাঁক গলে চুঁইয়ে আসা তরল জ্যোছনা,
পিছলে যায় চালাঘরের ঢেউটিনে!
পিছলে পড়ে ছুঁয়ে যায় ঘুমন্ত গোলাপ,
পায়চারী করে পানাপড়া পুকুরপাড়ে!
কৃষ্ণের বাঁশির মত সে জ্যোছনা বেজে ওঠে,
দুরে কোনো এক রাধার বুক বিদ্ধ হয় বিরহে!
কত নাম না জানা বিনয় কাতর হয়ে ওঠে,
তার প্রিয় চাকা ফিরে আসবার অপেক্ষায়।
কেউ আসেনা! কিছুই ফেরেনা!
অভিমানী, একলা চাঁদ,
জ্যোছনার ক্ষত নিয়ে বুকে,
অনাদিকাল ধরে পাড়ি দেয় নির্জন অনন্ত রাত্রি!
Thumbnails managed by ThumbPress
১৭টি মন্তব্য
অরুনি মায়া
মানুষ যে কথা রাখতে জানেনা,,,,,
হৃদয় ভাঙার শব্দ কেউ শুনতে পায়না,,,,,
বোকা মানুষ
সত্যিই কেউ শুনতে পায়না!
লীলাবতী
কেউ আসেনা! কিছুই ফেরেনা!
অভিমানী, একলা চাঁদ,
জ্যোছনার ক্ষত নিয়ে বুকে,
অনাদিকাল ধরে পাড়ি দেয় নির্জন অনন্ত রাত্রি! 🙁 কবিতা ভালো লেগেছে ভাইয়া।
বোকা মানুষ
ধন্যবাদ লীলা! 🙂
মরুভূমির জলদস্যু
সুন্দর লিখেছেন।
বোকা মানুষ
ধন্যবাদ! 🙂
নীতেশ বড়ুয়া
দারুণ! চাকা ফিরে আসে না!! -{@
বোকা মানুষ
কখনই আসেনা! 🙁
নীতেশ বড়ুয়া
বিশ্বাস করুণ আর নাই করুণ আপনার এই পোস্ট পড়তে পড়তে চাকার ক্লাইনে আসতেই শুধু একজনের কথা মনে হলোঃ
https://youtu.be/byLqfena0-g
দেখে নিবেন প্লীজ -{@
বোকা মানুষ
ক’দিন আগেই এটা শেয়ার করেছি! টেলিপ্যাথি বোধহয় একেই বলে! 🙂
বোকা মানুষ
ফেসবুকে খুঁজে পাইনা কেন আপনারে নীতেশ?
জিসান শা ইকরাম
অনেক ভালো লেগেছে জিয়া ভাই -{@
বোকা মানুষ
ধন্যবাদ ভাইজান!
নীলাঞ্জনা নীলা
আসে, অন্য রূপে, অন্য ভাবে।
কবিতাটা মনের ভেতর কেমন জানি একটা ব্যক্তহীন অনুভূতির জন্ম দিলো। (y)
বোকা মানুষ
মনে ঢেউ জাগাতে পেরেছে এটা জেনে লেখাটা সার্থক হয়েছে মনে হচ্ছে! ধন্যবাদ!
অলিভার
কৃষ্ণের বাঁশির মত সে জ্যোছনা বেজে ওঠে,
দুরে কোনো এক রাধার বুক বিদ্ধ হয় বিরহে!
কত নাম না জানা বিনয় কাতর হয়ে ওঠে,
তার প্রিয় চাকা ফিরে আসবার অপেক্ষায়।
লাইক কয়েক চমৎকার লাগল 🙂
চমৎকার অনুভূতির প্রকাশ। ভালোলাগা জানিয়ে গেলাম -{@
বোকা মানুষ
ধন্যবাদ। 🙂