জ্যামিতিক ভালোবাসা

মোকসেদুল ইসলাম ২৫ মার্চ ২০১৪, মঙ্গলবার, ০৩:৪৯:৪১অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

নদীর এমন নিঃশব্দে বয়ে যাওয়া দেখে ভেব না সে খুব সুখে আছে
কথা বলতে পারে না বলেই সে বোবা কান্নায় ভেসে যায় আজীবন
যদিও ক্ষোভের কারণে মাঝে মাঝে উম্মত্ত আচরণে মেতে ওঠে
দু’কুল ছাপিয়ে নোনা জলে ভাসিয়ে নিতে চায় তার সমস্ত জৈবিক চেতনা।

আমার কবিতার খাতায় দেখ কি নিদারুণ কষ্টের বলিরেখার ভাঁজ
অল্প বয়সেরও বুড়োদের মতো কুঁজো হয়ে যাওয়া কবিতার জীবনে আজ তুমি যেন অভিশাপ
তুমি কি শুনতে পাচ্ছো আমার কবিতার বুক ছিঁড়ে বের হওয়া দীর্ঘশ্বাস
প্রতিটি পাতায় পাতায় দুঃখ নদীর কষ্টের ঢেউ কি চোখে পড়ে তোমার?

আমার যৌক্তিক ভালোবাসাকে তুমি জ্যামিতিক জটিল জালে আবদ্ধ করে রেখেছো বলেই
সরলরেখায় চলতে গিয়েও শেষ পর্যন্ত বিন্দু ছুঁতে পারি না আমি
ফিরে আসি তোমার সমকোণী ত্রিভূজি প্রেমের চতুর্ভজ মোহনীয় জালে
পিথাগোরাসের সূত্রও যখন তোমার কাছে আজ নস্যি।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ