জ্ঞানই চাষী

বোরহানুল ইসলাম লিটন ৪ ডিসেম্বর ২০২১, শনিবার, ০৭:১৭:১৮পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য

রয় যদি কেউ মাটির পাশাপাশি,
হোক চলা তার বাইশ কিংবা
কড়া-গন্ডায় আশি।
নয় তবুও চাষী,
ধরলে সে হাল জো না বুঝে
রোজ হয়ে উচ্ছ্বাসী।

তেমনি যে কেউ অমার সাথে যুঝি,
নিদ্রাহীনেই যায় যদি সেই
সত্তাটারে খুঁজি।
মিলবে কি তার পুঁজি?
জ্ঞান না দিলে পথের দিশা
চক্ষু দু’টি বুজি!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ