মমতা দিদি রাগ করেছেন তিস্তার পানি নিয়ে
৪৮% দিতেও উনার পিত্তি যাচ্ছে জ্বলে।
মুখে বলে আমরা বাঙাল, শুধু মাঝখানে সৈনিকের ঢেরা
অন্তরে আমাদের ভালবাসেন, কিন্তু উঠাবেন না মনের বেড়া!

আসার কথা তোমার দিদি নতুন বার্তা নিয়ে
খাওয়াবো ইলিশ, পরাবো জামদানি ইচ্ছে ছিল মনে
আমরা চাষা, মজুর স্বাধীন করেছি দেশ
ভুলিনি, তোমরা করেছিলে সহায়তা বেশ।

দিদি তোমার ব্যক্তিত্ব অসাধারণ, সত্যিকারের নেতা মানুষের সজ্জন
আমরা তোমায় ভালবাসি শ্রদ্ধা করি, ভাবি আমাদের অনেক আপন
দুই বাংলা নিয়ে তোমার উচ্ছাস আবেগ অজানা নই কারো
দুঃখ কষ্ট আমাদেরও আছে তুমি ভাল করেই তা জানো।

দেশের মাঝে দেশ আর নদীর মাঝে অসময়ে জাগে চর
বোকা জনতার দুঃখ দেখতে দুই দেশ মাঝে মাঝেই পাঠায় গুপ্তচর
ছিট মহল আর তিস্তা নদী আর আছে সীমান্ত নিয়ে টানাটানি
যেটা আমাদের অধিকার, কেন লোভ করে করছো নিজেদের মানহানী।

অধিকার আদায়ে সচেষ্ট, লাগলে লাগুক আরও যত মাস
খেতে চাই নিজ ক্ষেতের ধান, করে তিস্তার পানি দিয়ে চাষ
নিজ দেশের অধিকার ফেলে ছিটমহলে আর কত আটকাতে চাস
মমতা দিদি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে মমতাময়ী বাঁশ!

জানি মরতে হবে তোমাদের বিরুদ্ধে বের করলে মুখের শব্দ
কিন্তু জেনে রেখো দিদি, আমরাও বাঙাল সহজে হবো না জব্দ।

ছবি: গুগুল মামু

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress