
দু’চোখে দেখছো সব
বলার কিছু থাকলে বলো;
দুঃখ আবেগ চাঁদের সাথে
করে নিয়ে স্নান; তাতেই
সান্ত্বনা পাবে দুর্বাঘাসের প্রাণ!
নিশ্বাসে গন্ধ যদি পাও কোন
বাতাসের গায়ে অনুভূতির-
হাম নিশ্বাসে মেঘে মেঘে ছড়াও;
তাতেই বুঝি চোখ জুড়ে যাবে
এই সংসার আঁধারময় জীবন।
২৯ মাঘ ১৪২৮ ১২ ফেব্রুয়ারি ২২
৮টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
ভালো লাগলো লিটন ভাই।
আলমগীর সরকার লিটন
জি কবি মজিবর দা
ভাল লাগার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর জীবনবোধের উপস্থাপন কবি দা।
আন্তরিক শুভেচ্ছা জানবেন সতত।
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা
সুন্দন কমেন্ট জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
হালিমা আক্তার
দুচোখে দেখা সব কিছু যায় না বলা। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু
সুন্দন কমেন্ট জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
রোকসানা খন্দকার রুকু
সবসময় কি আর বসা যায়। তবে বলা উচিত।
আলমগীর সরকার লিটন
জি কবি রুকু আপু
সুন্দর কমেন্ট করার অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——