মানব জীবন। কিই বা তাঁর চাওয়া, কিই বা আশা
জীবন ক্ষয়ে অপলক নয়নে দৃষ্টি সীমাহিন দু—রে
কে আছে জিবনে, কিই বা ছিল কপালে
এখন শুধু নিস্পলক চক্ষুতে চেয়ে থাকা অপার দিগন্তে
হয়তো দুমুঠো ভাত, নইতো অতীত তাঁর সীমানায় চেয়ে
বৃষ্টিজলে ভিজে ভাবহীন আবেশে কোন এক সময়ে !!!
কি প্রত্যাশা তাঁর চাহনীতে!!
ভাবুক ভাববে শোষিত কাঁদবে
শোসক আনন্দিত খাব পাইবে
মানব জীবন কষ্টেই বহিবে
দুখ দুর্দশা মানবই পাইবে।
এই ধরায় নায় ভাব ধরা
এই ধরায় নায় গুন গুন করা
স্রষ্টা টান মারিলেই হইবে ধরা
তাই গাহিয়া চাও মানবাতার ধারা।
২৩টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
মানব জীবন বড়ই দুর্লভ
স্রষ্টার হাতে গড়া।
মানব জীবন তবেই সার্থক হয়
যখন মানবিক চর্চা করা।
ভাল লাগলো। শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
সুপায়ন দা বড়ই সত্য জিবন বিচিত্র
তবুও মানুষ যায় গেয়ে জিবনেরই চিত্র।
কেউ হাসি কেউ কান্দি কেউ বা মধ্যিখানে
এরই নাম মনুষ্য জিবন সবখানে।
শামীম চৌধুরী
মনোমুগ্ধকর।
শুভ কামনা রইলো।
মোঃ মজিবর রহমান
ভাল লাগল শামীম ভাই।
রেজওয়ানা কবির
মানবজীবন বড়ই বিচিত্র।ভালো লাগল।
মোঃ মজিবর রহমান
আসলেই তাই মানুষের কিই বা আছে???
ভাবলে আওব ০।
রেহানা বীথি
ভালো লাগলো।
তৌহিদ
শাসক এবং শোষিতের ব্যাখ্যার ক্ষেত্রে আমরা সচেতন নই বলেই উঁচু তলার মানুষ উঁচুতেই আর নীচের মানুষ নীচেই থেকে যাচ্ছে। সাম্যাবস্থা বিরাজ করা সেতো শুধু স্বপ্ন।
ভালো থাকুন ভাই।
মোঃ মজিবর রহমান
সাম্য ব্যাবঅস্থা অসম্ভব পুজিবাদি সমাজে।
খাদিজাতুল কুবরা
অবশ্যই ন্যায় বিচারের পাল্লা হাতে একজন আছে।
যুগে যুগে ন্যায়কে পতিষ্ঠিত তিনিই করেছেন।
খুব ভালো লিখেছেন।
মোঃ মজিবর রহমান
হ্যা আপু আমরা সেই দিকেই তাকিয়ে রই। তার পানে।
ফয়জুল মহী
পড়ে ভালো লাগলো। সুশোভিত ও সৌন্দর্যময় কথামালা ।
মোঃ মজিবর রহমান
আপনাকে ধন্যবাদ মহী ভাই।
আরজু মুক্তা
কোথাও শান্তি নাই!
জবাবদিহিতারর পথ বন্ধ। শাসক লুটবে। মাঝখানে আমরাই মরবো। আবার আমরাই মানবতার গান শোনাব।
মোঃ মজিবর রহমান
সত্য বলেছেন। সত্য যেখানে বন্দি
মুক্তি সেথায় অসম্ভব।
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই
সুরাইয়া পারভীন
যুগে যুগে শাসকের পদতলে পিষ্ট হয়েছে
অত্যাচারিত নিপীড়িত হয়েছে সাধারণ মানুষ
ভালো লিখেছেন খুব
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ আপু।
ছাইরাছ হেলাল
বাস্তবতা খুব ই কঠিন।
মোঃ মজিবর রহমান
সত্য বড়ই কঠিন।
হালিম নজরুল
শুভকামনা রইল ভাই।
সুপর্ণা ফাল্গুনী
কঠিন বাস্তবতা খুঁজে পেলাম আপনার লেখনীতে। কবে যে এই বৈষম্য দূর হবে ! শাসক শোষণ করছে আর আমরা সাধারণ মানুষ শোষিত হচ্ছি। শুভ সকাল
মোঃ মজিবর রহমান
আমি আশা করি কিন্তু বাস্তবা স্ররষ্টায় ভাল জানে।