জীবন

মোঃ মজিবর রহমান ১ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ০৩:৪৫:১৪অপরাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য

মানব জীবন। কিই বা তাঁর চাওয়া, কিই বা আশা
জীবন ক্ষয়ে অপলক নয়নে দৃষ্টি সীমাহিন দু—রে
কে আছে জিবনে, কিই বা ছিল কপালে
এখন শুধু নিস্পলক চক্ষুতে চেয়ে থাকা অপার দিগন্তে
হয়তো দুমুঠো ভাত, নইতো অতীত তাঁর সীমানায় চেয়ে
বৃষ্টিজলে ভিজে ভাবহীন আবেশে কোন এক সময়ে !!!
কি প্রত্যাশা তাঁর চাহনীতে!!

ভাবুক ভাববে শোষিত কাঁদবে
শোসক আনন্দিত খাব পাইবে
মানব জীবন কষ্টেই বহিবে
দুখ দুর্দশা মানবই পাইবে।

এই ধরায় নায় ভাব ধরা
এই ধরায় নায় গুন গুন করা
স্রষ্টা টান মারিলেই হইবে ধরা
তাই গাহিয়া চাও মানবাতার ধারা।

৯৫৮জন ৯৫৮জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ